X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

শীর্ষ রোল নম্বরধারীদের নিয়েই ব্যস্ত থাকেন শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ২১:২৩আপডেট : ২৩ জুলাই ২০২৩, ২১:৪৭

নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শ্রেণিকক্ষে ১ থেকে ১০ রোল যাদের, তাদের নিয়েই শিক্ষকরা এখনও ব্যস্ত থাকছেন। রবিবার (২৩ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাসরুমে ভালো শিক্ষার্থীরা সামনের সারিতে বসছে। কিন্তু পেছনের শিক্ষার্থীরা কী করছে, কী পড়ছে— তা নিয়ে কারও মাথাব্যথা নেই। দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়মটা ডিজিটাল বাংলাদেশের যুগে এসে প্রচলন থাকাটা উচিত নয়। আমরা এই পুরো প্রক্রিয়াটাকে বদলে দিতে চাই। সবাই যেন পড়াশুনায় ব্যস্ত থাকে, সবাই যেন শেখাটা সক্রিয়ভাবে শেখে— এজন্যই এই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। ডিজিটাল যুগে এসেও নতুন ধারার শিক্ষাক্রম নিয়েও অনেকের কাছে কথা শুনতে হচ্ছে।’

অনুষ্ঠানে নতুন কারিকুলাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কয়েকজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (স্টিম) বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলা পর্যায়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রদর্শনীতে অংশ নিয়েছেন ১৫ শিক্ষার্থী। এদের একজন একাদশ শ্রেণির শিক্ষার্থী নিশাত তাসনিম অপি জানিয়েছেন, প্রথম ধাপে তারা প্রদর্শনীতে অংশ নিয়েছেন।  পরবর্তীকালে দেশের ৮টি বিভাগের অধীনে ‘ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড’ এর মূল প্রতিযোগিতায় অংশ নেবেন তারা।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার, ধরতে হচ্ছে পরিবারের হাল
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে অভাবনীয় সাফল্য
সর্বশেষ খবর
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার