X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

এপিএ বাস্তবায়ন ও কর্মদক্ষতা যাচাই করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ: ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৭:৫৪আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৭:৫৪

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন ও কর্মদক্ষতা যাচাই করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বরাদ্দ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

সোমবার (২৮ আগস্ট) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মোতাবেক সম্পাদিত কাজের মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ইউজিসি এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এপিএ বাস্তবায়নের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড এডুকেশন বা ফলনির্ভর শিক্ষা নিশ্চিত করা যাবে। এপিএ’র মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এপিএ চুক্তি বাস্তবায়ন ও কর্মদক্ষতা যাচাই করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দ দেওয়ার বিষয়ে ইউজিসি চিন্তা-ভাবনা করছে।’

অধ্যাপক আবু তাহের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জনগণের কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালন করারও আহ্বান জানান তিনি।

কমিশনের সচিব ড. ফেরদৌস জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।

প্রশিক্ষণে ইউজিসি’র এপিএ’র বাস্তবায়ন কমিটির সদস্য ও ৪৬টি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির ফোকাল পয়েন্টরা অংশ নেন। কর্মশালায় কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখবে হিট প্রকল্প: ইউজিসি চেয়ারম্যান
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল