X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

স্কুলে ভর্তির নীতিমালা জারি, বেসরকারিতে ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৯:২৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২১:৫৩

দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও ডিজিটাল পদ্ধতিতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করতে হবে। শিক্ষার্থী ভর্তি লটারির বাইরে করা যাবে না।

রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তি ফিস নিতে পারবে ৫ থেকে সর্বোচ্চ ৮ হাজার। অন্যদিকে সরকারি বিদ্যালয়ে ভর্তি ফি কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে সরকারি বিদ্যালয়ে একটি ক্লাসে সর্বোচ্চ ৫৫ জনকে ভর্তি করা যাবে।

সোমবার (২৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করেছে। এর আগে রবিবার (২২ অক্টোবর) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা জারি করা হয়।

এ বছরের নীতিমালায় বলা হয়, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথমতে এবং দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। লটারির বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে ৮ হাজার টাকা। আর ইংরেজি ভার্সনে ভর্তি ফিস ১০ হাজার টাকা। রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের তহবিলের জন্য ভর্তিকালীন সময় শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা নিয়ে সংশ্লিষ্ট হিসাব খাতে জমা দিতে হবে উল্লেখ করে নীতিমালায় বলা হয়, ৭০ টাকা অবসর ও ৩০ টাকা কল্যাণ তহবিলের জন্য জমা দিতে হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি হতে হবে। ২০২৪ শিক্ষাবর্ষ বিবেচিত হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। পরবর্তী শ্রেণিগুলোতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স প্রথম শ্রেণি থেকে ধারাবাহিক হিসাবে প্রযোজ্য হবে।

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
স্বাস্থ্য-শিক্ষা অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সর্বশেষ খবর
ইরান থেকে বাংলাদেশিদের দ্বিতীয় দলটি ঢাকা পৌঁছেছে
ইরান থেকে বাংলাদেশিদের দ্বিতীয় দলটি ঢাকা পৌঁছেছে
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স