X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি, ছড়িয়ে পড়া রুটিন জাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রকাশ করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। গুজব তৈরি করে শিক্ষার্থীদের মানসিকতার ওপর চাপ সৃষ্টি করছে একটি চক্র। এই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে অধ্যাপক তপন কুমার সরকার জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। অথচ অনলাইনে ফেক (জাল) রুটিন দেখা যাচ্ছে। গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, এসএসসি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা গোয়েন্দা সংস্থার প্রতি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি। শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে সোমবার (১১ ডিসেম্বর) আন্তশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি দেখা যাচ্ছে, যা ঢাকা শিক্ষা বোর্ডের ইস্যু বা প্রকাশিত করা নয়। সময়সূচি চূড়ান্ত হলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এবং জাতীয় পত্রিকার মাধ্যমে জানানো হবে।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
অচল দুই হাত, দুর্বল পায়ে লিখে শাহজাহানের এসএসসি জয়
ডাক্তার হতে চায় সড়ক দুর্ঘটনায় পা হারানো জান্নাত
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু