X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

প্রথম রোজায় স্কুল খোলা না বন্ধ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ২০:২৮আপডেট : ১১ মার্চ ২০২৪, ২০:২৮

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। সেই হিসেবে মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজার দিন স্কুল বন্ধ থাকার কথা। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় বন্ধ রাখার কোনও নির্দেশনা দেয়নি। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা পড়েছেন বেকায়দায়।

সোমবার (১১ মার্চ) দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাজধানীসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়। আপিল‍ শুনানির আদেশের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনার অপেক্ষায় থাকে প্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

এই অনিশ্চয়তার মধ্যে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই বন্ধ ঘোষণা করেছে। আবার অনেক প্রতিষ্ঠান এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, স্কুল খোলা রেখেছে। অনেক প্রতিষ্ঠান থেকে বাংলা ট্রিবিউনকে ফোন করে জানতে চেয়েছে, ক্লাস হবে নাকি বন্ধ থাকবে।   

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রিট করিনি। তাছাড়া রিটের আদেশের বিরুদ্ধে আপিল করেছে মন্ত্রণালয়। সে কারণে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কিংবা অ্যাটর্নি জেনারেলের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। আর কাল আপিলের চূড়ান্ত রায় হলে সে অনুযায়ী মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশনা দেবো।’

প্রসঙ্গত, সোমবার (১১ মার্চ) রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে এ নিয়ে আপিল শুনানির জন্য মঙ্গলবার (১২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ১০ মার্চ রমজান মাসজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১০ মার্চ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রমজানে ১০ দিন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়। সরকারের  এই বিজ্ঞপ্তি দুটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

আরও পড়ুন- 

রমজানে স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, আপিলের ওপর আদেশ মঙ্গলবার

রমজানে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

রমজানে স্কুল ছুটির আদেশ: কী করবে মন্ত্রণালয়?

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
সর্বশেষ খবর
শুল্ক জটিলতায় আটকে আছে ২০ অ্যাম্বুলেন্স, আমদানিকারকদের ক্ষোভ
শুল্ক জটিলতায় আটকে আছে ২০ অ্যাম্বুলেন্স, আমদানিকারকদের ক্ষোভ
সাগরপথে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ
সাগরপথে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ
প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেন বাইডেন
প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেন বাইডেন
অবন্তিকার আত্মহত্যা: জবি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত
অবন্তিকার আত্মহত্যা: জবি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত
সর্বাধিক পঠিত
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার