X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ২০:২৮আপডেট : ৩০ জুন ২০২৪, ২২:৪১

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির কারণে অচলাবস্থা সৃষ্টি হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার (৩০ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন পরীক্ষা শেষে বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তারা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না। বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটি কাঠামো থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আলাদা একটি সম্মানের জায়গা আছে। সমাজে একটি শ্রদ্ধার জায়গা থাকে। তারা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না। তাদের নানান বিষয়ে মতামত দেওয়ার স্বাধীনতা কাঠামোর মধ্যে রয়েছে।

সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, সরকারের একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, পেনশন স্কিমের ক্ষেত্রে সোমবারের (১ জুলাই) পর থেকে নতুন যারা চাকরিতে আসবেন, তারা পেনশন স্কিমে যাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যারা এখন আছেন, তারা পেনশন স্কিমে যাবেন কিনা, আমরা যতটুকু সরকারি সিদ্ধান্তের কথা জানতে পেরেছি, ২০২৫ সাল থেকে সরকারের সব কর্মকর্তা-কর্মচারী কিন্তু সর্বজনীন যেসব পেনশন স্কিম আছে, সেসব স্কিমে যুক্ত হবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০২৫ সাল থেকে বাস্তবায়িত হবে। স্বায়ত্তশাসিত ও যেগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত, সেগুলো আগামীকাল থেকে বাস্তবায়িত হবে।

তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা আলোচনা আছে। আমরা সরকারের নির্বাহী বিভাগের অংশ। সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট মন্তব্য করা সমীচীন হবে না। সরকারের যে সিদ্ধান্ত, সেটার সঙ্গে আমাদের অবস্থান থাকতে হবে। আর শিক্ষকদের বিষয়টি আবারও আলোচনা-পর্যালোচনা করে দেখা যায় কিনা, ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারের যে সিদ্ধান্ত শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয়, সব স্বায়ত্তশাসিতদের যে পেনশন স্কিম, সেটা সরকারি পেনশন স্কিমের সঙ্গে থাকবে না। আলাদা করে কিছু করতে হলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বের করতে হবে। এই সিদ্ধান্ত শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয়, সবার জন্য প্রযোজ্য।

এ বিষয়ে সুনির্দিষ্টভাবে পরিবর্তন হবে কী হবে না—সেটা নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব না। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে কোনও মন্তব্য করা সঠিক না। কারণ, এটা শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য। বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনার জন্য একটি প্রস্তাব এসেছে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় উপস্থাপন করতে পারি, যুক্ত করেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইতোমধ্যে এটা উপস্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সৃষ্টি নিয়ে আমরা কিছু বলছি না, তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। বাকস্বাধীনতার সুযোগ আছে। এর মাধ্যমে আমরা প্রমাণ পাই—বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের কর্মচারী নন। সরকারের শৃঙ্খলাজনিত যে বিধিনিষেধ আছে, তারা বারিত নন। যেহেতু তারা বারিত নন, সেহেতু তারা একটি ঘোষণা দিয়েছেন। আগামীকাল (সোমবার) থেকে যদি শুরু হয়ে থাকে, পরিস্থিতি বিবেচনায় আমরা ব্যবস্থা নেবো। আগামীকাল একটি কর্মবিরতির ঘোষণা এসেছে। যেহেতু এখন পর্যন্ত কিছু হয়নি, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্তে যাবো।

আরও পড়ুন:

এবার অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত করলো ঢাবি প্রশাসন

সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহার দাবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব কাজ বন্ধ ঘোষণা শিক্ষকদের

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
শিক্ষার্থী পারভেজ হত্যা: প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’