X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বিদেশি শিক্ষার্থী বাড়াতে উচ্চশিক্ষার মানোন্নয়নের পরামর্শ মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৭:১০আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৭:১০

বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বিশেষত শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণা’ শীর্ষক এক কর্মশালায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এই পরামর্শ দেন।

ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের’ আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, দেশে পাবলিক, প্রাইভেটসহ বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা না গেলে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি শিক্ষার্থী এ দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হবে না। এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ আরও উন্নত করতে হবে। এটি নিশ্চিত করা গেলে বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্মানজনক স্থান অর্জন করতে সক্ষম হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত-সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর।

এছাড়া, কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফায়েজ বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সার্কভুক্ত দেশের তুলনায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া, কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, হিট প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
‘উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে’
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
পাকিস্তান সিরিজের আগে আমিরাতে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি
পাকিস্তান সিরিজের আগে আমিরাতে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী