X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশ পেলো পৃথ্বীরাজের তৈরি শেষ গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

পৃথ্বীরাজ গত বছরের ১৪ ডিসেম্বর দিবাগত রাতে নিজ স্টুডিও ‘জিলাপী’তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তরুণ সংগীতশিল্পী পৃথ্বীরাজ।

প্রকাশের বাইরে তার সর্বশেষ কাজ ছিল ‘একটা মেয়ে’ শিরোনামের একটি গানচিত্র। যেটার ভিডিও সম্পন্ন করেছিলেন এই অকাল প্রয়াত নিজেই। অবশেষে সেই গানচিত্রটি অবমুক্ত করা হয়েছে।
প্রয়াতের ইউটিউব চ্যানেল জিলাপী প্রোডাকশনে গতকাল (২৫ সেপ্টেম্বর) রাত ১১টায় এটি মুক্তি দেওয়া হয়।
গানটিতে পৃথ্বীর সঙ্গে কাজ করেছিলেন সৈয়দ নাফিস। তিনি বলেন, ‌‘এই গানটিতে পৃথ্বী দাদার সঙ্গে শেষবারের মতো গিটার বাজিয়েছিলাম। পাশাপাশি বেইজটিও আমি বাজিয়েছিলাম। অবশেষ গানটি মুক্তি পেল।’
পৃথ্বীর ছোট ভাই সংগীতশিল্পী ঋতুরাজ জানান, এটিই ছিল তার ভাইয়ের শেষ কাজ। সেটার ভিডিও ও অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করা হলো।
‘একটা মেয়ে’ গানে কণ্ঠ, কথা, সুর ও সংগীত করেছিলেন পৃথ্বী নিজেই। এমনকি ভিডিও নির্দেশনাও তার দেওয়া। এতে অ্যানিমেশন করেছেন শারমীন আহমেদ। অ্যাকুয়েস্টিক ও বেইজ গিটার বাজিয়েছেন সৈয়দ নাফিস।
মেধাবী সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী পৃথ্বীরাজ মাত্র ৩৩ বছর বয়সে পরপারে পাড়ি জমান।
তার বাবা তপন কান্তি বৈদ্য নিজেও একজন প্রখ্যাত সংগীতগুরু। সংগীতে তার বাবার প্রভাব রয়েছে। এছাড়া ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে ভারত গিয়েছিলেন পৃথ্বীরাজ। সেখানে বিখ্যাত সংগীতগুরুদের সহচর্যে ছিলেন। তাই তার গানে শাস্ত্রীয় সুরও পাওয়া যেত।
সংগীতের পাশাপাশি পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কাজ করতেন। সাম্প্রতিক সময়ে তার সুরে তুমুল জনপ্রিয়তা পায় রেহান রসুলের গাওয়া ‌‘বাজে স্বভাব’ গানটি।
একটা মেয়ে:

/এম/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু