X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

১৭ বছর পর রেনেসাঁ... (ভিডিও)

সুধাময় সরকার
১২ মে ২০২১, ১৬:০১আপডেট : ১২ মে ২০২১, ১৮:২৭

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যান্ড রেনেসাঁ। টানা ৪ দশক ধরে দলীয় বন্ধন ও সংগীত কার্যক্রম অব্যাহত থাকলেও শেষ ১৭ বছর প্রকাশ হচ্ছিলো না তাদের নতুন গান।

অবশেষে আজ (১২ মে) সেই দীর্ঘ বিরতির ইতি ঘটলো। ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো দলটির নতুন গান। নাম ‘আকাশ আমার জোছনা আমার’। সঙ্গে অসাধারণ ভিডিও। জুলফিকার রাসেলের গীতিকবিতায় এর সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন দলের অন্যতম সদস্য পিলু খান। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানটির কথা ও দৃশ্যে ফুটে উঠেছে দেশপ্রেম তথা দেশকে কিছু দেওয়ার আহ্বান।

নতুন গান প্রকাশের ক্ষেত্রে এত সময় নেওয়ার কারণ হিসেবে ব্যান্ডের পক্ষ থেকে নকীব খান বলেন, ‘যেহেতু দলের সবাই বিভিন্ন পেশায় ব্যস্ত থাকি, তাই একটু সময় নিয়ে গানের কাজগুলো করতে হয়। একটি নতুন কাজ করতে হলে সবাইকে সময় দিতে হয়। তাছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের মানের ব্যাপারে খুবই সচেতন। একটি গান সবার মনঃপূত না হলে সেই গান কখনোই প্রকাশ করি না। গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই। এ কারণে প্রায় ১৭ বছর লেগে গেল নতুন গানে ফিরতে। বিলম্বে এসেও এটুকু বলতে পারি, আমাদের প্রতি শ্রোতাদের যে আস্থা আছে সেটা বজায় থাকবে এই গানে।’

রেনেসাঁ’র জন্ম ১৯৮৫ সালে। কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে ছুটে চলা এ ব্যান্ডের বেশ কিছু গানই মন জয় করেছে শ্রোতাদের। চার দশকের এই ব্যান্ডটিকে নিয়ে এখনও শ্রোতাদের আগ্রহের কমতি নেই। এই ব্যান্ডের সবাই ছোটবেলা থেকেই সংগীতচর্চা করছেন।

১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন। বর্তমানে ব্যান্ডটিতে আছেন নকীব খান, পিলু খান, রেজাউর রহমান, ইমরান রহমান, কাজী হাবলু ও কার্তিক।

দলটির প্রথম অ্যালবাম স্বনামে বাজারে আসে ১৯৮৮ সালে। মিষ্টি সুর আর ব্যতিক্রমী কথার গান দিয়ে প্রথম অ্যালবামেই সাড়া ফেলে রেনেসাঁ। ১৯৯৩ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় বিশ্ব’, ১৯৯৮ সালে তৃতীয় অ্যালবাম ‘একাত্তরের রেনেসাঁ’ এবং ২০০৪ সালে প্রকাশ পায় চতুর্থ ‘একুশ শতকে রেনেসাঁ’ অ্যালবামটি।

এরপর ২০১৮ সালে নতুন অ্যালবাম প্রকাশের কথা থাকলেও সেটি আর হলো না।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
দিলেন কপিরাইট স্ট্রাইক, পাঠালেন আদালতের আদেশ! ‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র