X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ০৯:৪০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৮:৪৩

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া।

দিলীপ কুমার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।

পরিবারের বন্ধু ফয়সাল ফারুকী, যিনি এই অভিনেতার অফিসিয়াল টুইটার সামলাতেন, তিনি একটি পোস্টে লেখেন, ভারী হৃদয় এবং গভীর শোকের সঙ্গে ঘোষণা করছি, কয়েক মিনিট আগে আমাদের প্রিয় দিলীপ সাহেব মারা গেছেন।

এর আগে রবিবার তার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে দিলীপ কুমারের অসুস্থতার কথা জানানো হয়। টুইটে স্ত্রী সায়রা বানু কিংবদন্তি অভিনেতার জন্য প্রার্থনা করার আবেদন করেছিলেন।

উপমহাদেশে এই চলচ্চিত্র অভিনেতা ‘ট্র্যাজেডি কিং’ নামে সুপরিচিত ছিলেন। তিনি ১৯৪৪ সালে বোম্বে টকিজের ব্যানারে ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি চলচ্চিত্র শিল্পে ছয় দশকের অধিক সময় ধরে বিচরণ করেছেন।

সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত এবং ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদানসমূহের জন্য দাদাসাহেব ফালকে পদকে ভূষিত করে।

 

 

/ইউআই/এনএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভক্তকে বিয়ে করেছিলেন তারা
ভক্তকে বিয়ে করেছিলেন তারা
বলিউড ট্র্যাজেডি বাদশাহর যত অজানা
স্মরণে দিলীপ কুমারবলিউড ট্র্যাজেডি বাদশাহর যত অজানা
ফল বিক্রেতার ছেলে থেকে সুপারস্টার হয়ে ওঠা!
স্মরণে দিলীপ কুমারফল বিক্রেতার ছেলে থেকে সুপারস্টার হয়ে ওঠা!
দিলীপ কুমারের মৃত্যুতে রাজনীতিকদের শোক
দিলীপ কুমারের মৃত্যুতে রাজনীতিকদের শোক
বিনোদন বিভাগের সর্বশেষ
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
তাদের বিচারে সেরা পারফর্মার
তাদের বিচারে সেরা পারফর্মার
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার