X
বুধবার, ০৬ জুলাই ২০২২
২২ আষাঢ় ১৪২৯

বিয়ের পিঁড়িতে বসছি সেপ্টেম্বরে: ন্যানসি

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:৩০

অতীত ভুলে নতুন জীবন সাজানোর পরিকল্পনার কথা গত এপ্রিলেই জানান দিয়েছেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। থিতু হয়েছেন ঢাকায়। মাঝে দুই মাস সময় নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।

বুধবার (২৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে জানালেন, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আসছে সেপ্টেম্বরে। সেই মাপেই চলছে সার্বিক প্রস্তুতি।

আর পাত্র?

না, এ বিষয়টি আরও পরে জানাবেন। কারণ, এখনও অনেক কিছুই বাকি আছে। 

এই গায়িকা বললেন, ‘সবাই আমার বিচ্ছেদ নিয়ে পড়ে আছেন। কিন্তু আমি তো সামনে তাকাতে চাই। বিয়েটাও তো মধুর কিছু। আশা করছি সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছি।’

জানালেন, যদি সম্ভব হতো আগস্ট মাসেই সেটা করতেন। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চান সবাইকে।

বিয়ে নিয়ে আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখবো কিনা ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সবকিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।’

জানা যায়, তার দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে সম্প্রতি।

/এম/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পারিবারিক সহিংসতায় বেড়েছে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা: ফ্লাড
পারিবারিক সহিংসতায় বেড়েছে মাদকসেবন ও আত্মহত্যার প্রবণতা: ফ্লাড
বন্যাকবলিত মানুষের পাশে আমিরাত প্রবাসীরা
বন্যাকবলিত মানুষের পাশে আমিরাত প্রবাসীরা
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
এডিট করা ছবি ভাইরালের হুমকি, যুবকের ৮ বছর জেল
এডিট করা ছবি ভাইরালের হুমকি, যুবকের ৮ বছর জেল
এ বিভাগের সর্বশেষ
তৃতীয় কন্যার মা হলেন ন্যানসি
তৃতীয় কন্যার মা হলেন ন্যানসি
সংসার নিয়ে বিস্ফোরক মন্তব্যের একদিন পর হানিমুনে ন্যানসি!
সংসার নিয়ে বিস্ফোরক মন্তব্যের একদিন পর হানিমুনে ন্যানসি!
বিস্ফোরক ন্যানসি: বিয়েটা না করলে প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম
বিস্ফোরক ন্যানসি: বিয়েটা না করলে প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম
ন্যানসি-সিয়াম যখন বিচারক ও পারফর্মার!
ন্যানসি-সিয়াম যখন বিচারক ও পারফর্মার!
এবার মহসীন মেহেদীর কথায় হাবিব ওয়াহিদ
এবার মহসীন মেহেদীর কথায় হাবিব ওয়াহিদ