X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

শিলাজিতের মান ভাঙাতে লাগবে মিথিলার হাতের রান্না!

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১০

গত জুন মাসের মাঝামাঝি; বেশ ঘটা করে প্রকাশ হয় সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’-এর পোস্টার। তার পরেই নামবিভ্রাটে জড়ান পরিচালক। 

কারণটা বুঝতে ২১ বছর আগে ফিরতে হবে। ২০০০ সালে এই একই নামে সংগীতশিল্পী-অভিনেতা শিলাজিৎ মজুমদারের অ্যালবাম প্রকাশ হয়েছিল। সৃজিতের নতুন এই ছবির কথা জানতে পেরেই শিলাজিৎ তার ফেসবুক পেজে লেখেন, অনেক পরিশ্রম করে পাস করানো সেই নাম এখনও লোকে ‘খাচ্ছে’।

অভিমান নিয়ে বলেন, ‌‘সে তো এখন নামি নির্মাতা। এখন আর অনুরোধ করে করে গান নিতে চান না।’

বিপরীতে উত্তরও দেন সৃজিত। জানান, শিলাজিতের সঙ্গে তার প্রায়ই কথা হয়, হবে। তবে নাম নিতে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আগে তিনি ফোনটা রিসিভ করুক, তারপর যত গালি হয় দিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলা পুরনো এই তর্ক এবার নতুন মাত্রা পেলো। কারণ, সৃজিতের পর এবার মিথিলার নাম এসেছে! 

আনন্দবাজার অনলাইনের লাইভে এসে অকপট গীতিকার, গায়ক, সংগীতায়োজক, অভিনেতা শিলাজিৎ।

জানান, পুরনো সেই দ্বন্দ্বের রফা হয়নি। তবে একটা অলিখিত চুক্তি হয়েছিল। শিলাজিৎকে মিথিলার হাতের বাংলাদেশি রান্না খাওয়াতে হবে। তবেই অভিমান ভাঙবে। কিন্তু সেখানেও বেঁধেছে আরেক কাণ্ড। দাওয়াতের দিন শিলাজিৎই উপস্থিত হতে পারেননি। এসেছিলেন অন্যরা! 

শিলাজিৎ বললেন, ‘পুরোপুরি মিটমাট হয়নি এখনও। সৃজিতের বাড়িতে যেদিন নিমন্ত্রণ করেছিল, সেদিন মিথিলা অনেক রান্না করে রে‌খেছিল। আমার কল্যাণে ওখানে অনেকে গিয়েছিল। তাদের মধ্যে শ্রীজাতও ছিল। তারা খেয়েছে। আমাকে যদি আলাদা করে না খাওয়ায়, তাহলে মীমাংসা হওয়ার কোনও অবকাশ নেই।’ 

শিলাজিতের দাবি, মিথিলার হাতের রান্না খাওয়াতে হবে। এবং কেবল তাকেই খাওয়াতে হবে। আর কাউকে না। তাহলেই সব মিটমাট হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
প্রেক্ষাগৃহে সার্কাসকন্যা মিথিলা!
এ সপ্তাহের সিনেমাপ্রেক্ষাগৃহে সার্কাসকন্যা মিথিলা!
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা