X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার সব আধুনিক প্রেক্ষাগৃহে আসছে ‘ঢাকা ড্রিম’

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৫:১৬আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৫:৫৯

নির্মাণ কাজ শুরুর পাঁচ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে নির্মাতা প্রসূন রহমানের ছবি ‘ঢাকা ড্রিম’। আগামী শুক্রবার (২২ অক্টোবর) এটি ঢাকার সব আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহগুলোর মধ্যে আছে- স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ।

ছবিটি ২০১৬ সালে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর গল্পটা ঢাকায় আসা বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে প্রসূন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে ‍মুক্তি দিচ্ছি। তবে কিছু সিঙ্গেল স্ক্রিনের কথাও আমাদের পরিকল্পনায় আছে। দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়ানো হবে বলে আশা করছি।’

২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। চলতি বছরের মার্চে এটি ছাড়পত্র পায়। ৮ অক্টোবর আসে এর ট্রেলার। ছবিতে আছে অনেক চরিত্র- যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ও নদী ভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যাদের প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন।

এগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।

দেশে মুক্তির আগেই গত আগস্টে ছবিটি ঘুরে এসেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো থেকে। কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবে গিয়ে ছবি সংশ্লিষ্টরা ভালোই প্রশংসা কুড়িয়েছেন। এবার অপেক্ষা দেশি দর্শকদের প্রতিক্রিয়ার।

/এম/
সম্পর্কিত
আমার শেষ ইচ্ছা ‘কাগজের ফুল’ সমাপ্ত করে যাওয়া: ক্যাথরিন মাসুদ
স্মরণে চলচ্চিত্রকার তারেক মাসুদআমার শেষ ইচ্ছা ‘কাগজের ফুল’ সমাপ্ত করে যাওয়া: ক্যাথরিন মাসুদ
প্রিয় সত্যজিৎ, জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি
মহারাজার জন্মদিনে স্মরণপ্রিয় সত্যজিৎ, জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি
প্রিয় সত্যজিৎ: প্রয়াণ দিবসে জোড়া পোস্টার, মুক্তি পাচ্ছে না জন্মদিনে
প্রিয় সত্যজিৎ: প্রয়াণ দিবসে জোড়া পোস্টার, মুক্তি পাচ্ছে না জন্মদিনে
আজ সন্ধ্যায় ‘ঢাকা ড্রিম’
আজ সন্ধ্যায় ‘ঢাকা ড্রিম’
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!