X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চুক্তিবদ্ধ হলেন রোশান-প্রিয়মনি

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৩:৩২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭:০০

বেঙ্গল মাল্টিমিডিয়া করপোরেশন প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান ও প্রিয়মনি। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) আরটিভির নিজস্ব কার্যালয়ে এ সিনেমাটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ।

পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, ‘আমি সব নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি, তা হচ্ছে টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’

চিত্রনায়ক রোশান বলেন, ‘এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। আমি অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষের ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দ আশিক স্যার। এজন্য আমি চিরকৃতজ্ঞ।’

চিত্রনায়িকা প্রিয়মনি বলেন, ‘সিনেমার গল্প শুনে প্রথমেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই হচ্ছে এটি।’

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নায়ক-নায়িকার সঙ্গে প্রযোজক-পরিচালক নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির আর অ্যান্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, সিএসএম প্রধান কবির আহমেদসহ অনেকে । 

শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ দেশের বিভিন্ন মনোরম পরিবেশে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
দুই-তিন হাজার বছর পর একটা ছবি করছি: ওমর সানী
দুই-তিন হাজার বছর পর একটা ছবি করছি: ওমর সানী
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
বিয়ের তিন বছর পর নায়কের মেহেদি ও বিবাহোত্তর সংবর্ধনা
বিয়ের তিন বছর পর নায়কের মেহেদি ও বিবাহোত্তর সংবর্ধনা
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!