X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বলিউডের খরুচে চার বিয়ে

সজল সরকার
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭

বলিউড তারকাদের বিয়ে মানেই খরচের মাতামাতি। অনুষ্ঠান চলে তিন-চার দিন ধরে। কে কত জমকালো আয়োজন করতে পেরেছেন তা নিয়ে চলে প্রতিযোগিতা। ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাট-ভিকি’র বিয়ের অনুষ্ঠানও ভ্রূ কুঁচকে দিচ্ছে সবার। তবে খরুচে বিয়ের তালিকায় ছিলেন অন্যরাও।

ক্যাট-ভিকি
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে হচ্ছে রাজস্থানের সিক্স সেন্সেস রিসোর্টে। ১৪ শতকের এ কেল্লায় এখন বড় বড় তারকাদের বিয়ের অনুষ্ঠান হয়। ক্যাট-ভিকি হোটেলের যে সুইটে থাকবেন সেটার ভাড়া রাতপ্রতি ৭ লাখ রুপি। এ ছাড়া আরও ১৫টি সুইট বুক করা আছে অতিথিদের জন্য, যেগুলোর প্রতিটির ভাড়া প্রতিরাতে ৪ লাখ রুপি। শুধু থাকা বাবদ ক্যাট-ভিকির খরচ কোটি রুপির বেশি। আবার শুধু মেহেদির এক টিউবের দামই লাখ টাকার ওপরে। বিয়ের সব আয়োজন শেষ হলে হয়তো পুরো খরচের একটা হিসাব পাওয়া যাবে। প্রি-ওয়েডিংয়ে ভিকি ও ক্যাটরিনা

বিরাট-আনুশকা
বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে হয়েছিল ইতালির ৮শ’ বছরের পুরনো শহর বোর্গো ফিনোসিয়েটোতে। এ বিয়েতে ইতালি ও ভারতে যেসব অনুষ্ঠান হয়েছিল তাতে মোট খরচ পড়েছিল একশ’ কোটি রুপির বেশি। বিরাট ও আনুশকা  

প্রিয়াংকা-নিক
রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেস এক সপ্তাহের জন্য ভাড়া করেছিলেন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। তাদের বিয়ের সংগীত, হলুদ, মেহেদি অনুষ্ঠানসহ হিন্দু ও খ্রিষ্টান সব রীতি অনুযায়ীই বিয়ে হয়। তবে খুব একটা খরচ হয়নি বলা যায়! সব মিলিয়ে খরচ হয়েছে ৪ কোটি রুপি। গায়েহলুদ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও নিক  

দীপিকা-রণবীর
বলিউডের সেরা দম্পতি দীপিকা-রণবীর সিংয়ের বিয়ে হয়েছিল ইতালির লেক কোমোতে। ইতালিতে যে রিসোর্ট তারা ভাড়া নিয়েছিলেন শুধু ওটার ভাড়াই ছিল ২ কোটি রুপি। ইতালিতে বিয়ের পর্ব পার করে ভারতেও অনুষ্ঠান করেন তারা। খরচ হয়েছিল প্রায় ৭৭ কোটি রুপি। দীপিকা ও রণবীর

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!