X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৫০ সংগীতগুণীকে সম্মাননা

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

জমকালো আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সম্মাননা প্রদান করা হলো দেশের ৫০ জন সংগীতগুণীকে। এমন নজির ৫০ বছরের বাংলাদেশে আগে ঘটেনি। 

যা ঘটলো বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে। এদিন অনুষ্ঠিত হলো ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর ১৬তম আসরের ২য় পর্ব। যার প্রথম পর্ব অনুষ্ঠান হয় গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। সেখানে সম্মাননা গ্রহণ করেন ১১ জন সংগীতগুণী। বাকি ৩৯ জন গুণীকে সম্মাননা জানানো হলো বুধবারের আয়োজনে।

পুরস্কার মঞ্চে আবদুল হাদী

অপু মাহফুজের উপস্থাপনায় এক মিনিট করতালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। ৪টা ৪০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন  
চ্যানেল আই তিন পরিচালক- জহিরউদ্দিন মাহমুদ মামুন, শাইখ সিরাজ ও মুকিত মজুমদার বাবু। প্রথমেই ফেরদৌসী রহমানের পক্ষে ক্রেস্ট তুলে দেওয়া হয় সৈয়দ আবদুল হাদীর হাতে।

ফোনে ফেরদৌসী রহমান বলেন, ‘এটা আমার জন্য গর্বের বিষয়; কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। দুঃখিত, নিজে নিতে পারিনি বলে।’ আবদুল হাদী, সস্ত্রীক মোহাম্মদ রফিকউজ্জামান, শেখ সাদী খান ও গাজী মাজহারুল আনোয়ার

এরপর একে একে পদক প্রদান করা হয়। তালিকায় ছিলেন সৈয়দ আব্দুল হাদী, মোহাম্মদ রফিকউজ্জামান, শাহ আব্দুল করিম, সোহরাব হোসেন, সমর দাস, খান আতাউর রহমান, ফিরোজা বেগম, সৈয়দ শামসুল হক, মাহমুদুন্নবী, খন্দকার নুরুল আলম, বশির আহমেদ, গাজী মাজহারুল আনোয়ার, আজাদ রহমান, আলম খান, কাওসার আহমেদ চৌধুরী, সুজেয় শ্যাম, মোহাম্মদ খুরশীদ আলম, নীলুফার ইয়াসমিন, রফিকুল আলম, নজরুল ইসলাম বাবু, ফকির আলমগীর, আজম খান, শেখ সাদী খান, কাদেরী কিবরিয়া,  শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, আলাউদ্দিন আলী, শাহীন সামাদ, ফেরদৌস ওয়াহিদ, সুবীর নন্দী, ফরিদা পারভীন, এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শহীদ মাহমুদ জঙ্গী, লাকী আখান্দ, নকীব খান, আইয়ুব বাচ্চু, মাহফুজ আনাম জেমস। কখনও শিল্পীরা সশরীরে, কখনও তাদের পক্ষের প্রতিনিধি এগুলো গ্রহণ করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে দেওয়া হয়- আব্দুল জব্বার, রথীন্দ্রনাথ রায়, নীনা হামিদ, ফেরদৌস আরা, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, আব্দুল আলীম, সত্য সাহা, মাসুদ করিম, সামিনা চৌধুরীর পুরস্কারগুলো। অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদ, আলম খান ও আরমান খান

অনুষ্ঠানে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘পুরস্কার পাওয়ার অনুভূতি কেমন, তা বলার প্রয়োজন নেই। কারণ সবারই অনুভূতি একই। সম্মান পেলে একই অনুধাবন হয়। তবে আমার যে বিষয়টি বলতে ইচ্ছে হচ্ছে তা হলো- বাংলাদেশের শিল্পী ও শিল্পের প্রতি চ্যানেল আইয়ের যে ভালোবাসা, তার প্রমাণ তারা জন্মলগ্ন থেকে দিচ্ছে। এখনও দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও দেবে সেটা আশা করি।’
হাদী এসময় গুণী শিল্পীদেরও স্মরণ করেন।

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান- স্লোগান নিয়ে  পুরো আসরের প্রকল্প প্রধান ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন ও প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।

জানা যায়, ৩১ ডিসেম্বর দুপুর ২টার সংবাদের পর ধারণকৃত পুরো অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে।

ছবি: মাহমুদ মানজুর

/এমএম/এম/
সম্পর্কিত
খুশি মোহাম্মদ রফিকউজ্জামান: ‘আবেদন না করেও পাওয়া যায়!’
স্বাধীনতা পুরস্কার ২০২৪খুশি মোহাম্মদ রফিকউজ্জামান: ‘আবেদন না করেও পাওয়া যায়!’
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
অনেক কিছুই ইচ্ছে করে, কিন্তু করা যায় না: মোহাম্মদ রফিকউজ্জামান
গীতিকবির গল্পঅনেক কিছুই ইচ্ছে করে, কিন্তু করা যায় না: মোহাম্মদ রফিকউজ্জামান
নচিকেতা ও সামিনা চৌধুরীর দ্বিতীয় গান ‘আমি ভালো নেই’ (ভিডিও)
নচিকেতা ও সামিনা চৌধুরীর দ্বিতীয় গান ‘আমি ভালো নেই’ (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…