X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

লোকাল কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ভাবছেন তারা... (ভিডিও)

সুধাময় সরকার
১১ জানুয়ারি ২০২২, ১৬:০০আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫৪

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিভা বিকাশের জন্য গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরির অসাধারণ এক প্রয়াস নিয়েছে টফি। সেই লক্ষ্যেই চলছে ‌‘টফি স্টার সার্চ’ নামের একটি রিয়েলিটি শো। যেখানে পুরস্কার হিসেবে থাকছে কোটি টাকা! 

দেশে প্রথমবারের মতো আয়োজিত বৈচিত্র্যময় এই শোয়ের মূল বিচারক হিসেবে কাজ করছেন অন্যতম তিন তারকা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।

নাচ, গান, অভিনয়, খেলাধুলা বা অন্য যেকোনও প্রতিভায় পারদর্শী প্রতিযোগীরা তাদের ভিডিও কনটেন্ট জমা দিয়ে এই আয়োজনের বাছাই পর্বে অংশ নেন। কর্তৃপক্ষ জানায়, টফি অ্যাপে আপলোড করে প্রতিযোগীদের কনটেন্ট থেকে সর্বোচ্চ ভিডিও রিঅ্যাকশনের সংখ্যার ভিত্তিতে আটটি বিভাগ থেকে প্রাথমিকভাবে ৪৫০ জন প্রতিযোগী স্টুডিও রাউন্ডে নির্বাচন করা হয়।

সেখান থেকে বিভিন্নভাবে মেধা যাচাই করে ৩০ প্রতিযোগী ফাইনাল পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সেরাদের জন্য রয়েছে কোটি টাকার পুরস্কার। বর্তমানে চলছে সেরা ১০-এর প্রতিযোগিতা। একটি বেসরকারি টিভিতে প্রচারের পাশাপাশি টফি অ্যাপেও পর্বগুলো প্রচার হচ্ছে।

ঢাকার নিকটবর্তী ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে চলছে এই প্রতিযোগিতার সেরা দশ জনের শুটিং। সেখানেই কথা হয় এই আয়োজনের অন্যতম বিচারক তারিক আনাম খানের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের অনেক ট্যালেন্ট, কিন্তু সেগুলো আনএক্সপ্লোর। বিশ্ববাসী জানেন না এখানে কত প্রতিভা আছে। এখানে যারা অংশ নিয়েছে বেশিরভাগই তরুণ। তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে বড় জায়গায় নেওয়ার সুযোগ পাবে। অন্য কারিকুলাম চর্চার একটি ক্ষেত্র এই ট্যালেন্ট হান্ট। কাজটির সঙ্গে যুক্ত হয়ে বেশ এনজয় করছি।’

আরেক বিচারক চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অসম্ভব ট্যালেন্ট। এই বয়সে ওরা যেভাবে ক্রিয়েটিভিটির চর্চা করছে, সেই সময়ে আমরা অলস সময় পার করেছি। এখন শিল্প-সাহিত্য-সংস্কৃতির একটা আকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এরমধ্যে এমন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজনকে সাধুবাদ জানাই। আমাদের বিভিন্ন অঞ্চলের কিছু পরিবারের অভিনয়, নাচ, গান, আবৃত্তি, খেলাধুলাসহ মেধা বিকাশের চর্চা আছে। এই প্রতিযোগিতায় এসে এসব ছেলেমেয়ের মেধা দেখে অনেকটা আস্থা ফিরে পেলাম।’

সেরা দশের ছয় প্রতিযোগী অপর বিচারক পূর্ণিমা বলেন, ‘ইউনিক প্রতিভা আছেন এমন প্রতিযোগীকে প্রাধান্য দিচ্ছি আমরা। টফির মাধ্যমে প্রতিযোগী বড় প্ল্যাটফর্ম পাচ্ছে। সিনেমায় এসে আমার নাম মানুষের কাছে পৌঁছাতে পাঁচ থেকে ছয় বছর লেগেছিল। কিন্তু এই রিয়্যালিটি শোর মাধ্যমে যারা শেষ পর্যায়ে বাদ পড়বে তারাও মানুষের কাছে পৌঁছাবে দ্রুত। তবে দর্শক কাকে গ্রহণ করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার।’

প্রতিযোগিতার দায়িত্বে থাকা টফি অ্যাপের হেড অব কনটেন্ট তানভীর হোসেন প্রবাল বলেন, ‘এক কোটি টাকার পুরস্কার দিচ্ছি। শুধু একজন নয়, ৩০ জন পাবেন। প্রথম পুরস্কার ২৫ লাখ, দ্বিতীয় ১৫ লাখ এবং তৃতীয় পুরস্কার ১০ লাখ টাকা। এছাড়া বিভিন্ন অ্যামাউন্টের পুরস্কার থাকছে অন্যদের জন্য। এখান থেকে যারা বিজয়ী হবে তাদের সঙ্গে টফির চুক্তি থাকবে। তারা যেসব প্রতিভার মাধ্যমে আসবে সেসব কাজ করবে আগামীতেও। ফলে প্রতিযোগিতা থেকে বেরিয়েই তারা অন্ধকারে ছিটকে পড়বে- সেই সুযোগ আমরা দিবো না।’

সেরা দশ জনের শুটিংয়ে গিয়ে রবিবার (৯ জানুয়ারি) দেখা গেছে, এতে অংশ নিয়েছেন তবলা বাদক হরিপদ সূত্রধর ও শরোদ বাদক অর্জুন। দুজন সম্পর্কে বাবা ও ছেলে। কণ্ঠশিল্পী হিসেবে আছেন মহিমা দেব ত্রয়ী, নৃত্যশিল্পী হিসেবে হুমায়রা হোসাইন টুকটুকি, ফ্রি-স্টাইল ফুটবলার কনক কর্মকার এবং অভিনয়ে ৫ বছর বয়সী জান্নাতুল মাওয়া

ফ্রি-স্টাইল ফুটবলার কনক কর্মকার বলেন, ‘আমি চাই ফুটবলের এই ধরনটি পুরো বাংলায় ছড়িয়ে দিতে। কারণ, এটি এখানে ফোকাস নয়। আর এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য এমন একটি প্রতিযোগিতা আমাকে অনেক সহযোগিতা করবে।’

তিন প্রধান বিচারক এই আয়োজন প্রসঙ্গে ট‌ফি অ্যাপের ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘ইউটিউবের মতোই বাংলাদেশের একটি নিজস্ব মাধ্যম হিসেবে তৈরি করতে চাই টফিকে। যেখানে আমাদের কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের কাজগুলো প্রকাশ করতে পারবেন। এখান থেকেই তারা আয় করতে পারবেন। এটা আসলে লোকাল ক্রিয়েটরদের জন্য একটা গ্লোবাল প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগ। সেই ভাবনা থেকেই দেশের সব ধরনের প্রতিভা তুলে আনার চেষ্টা করছি স্টার সার্চ-এর মাধ্যমে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
চঞ্চল বনাম চঞ্চল!
চঞ্চল বনাম চঞ্চল!
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল