X
সোমবার, ০৮ আগস্ট ২০২২
২৪ শ্রাবণ ১৪২৯

প্রাক্তন স্ত্রীর চিত্রনাট্য ও পরিচালনায় আমির খান

বিনোদন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৫

গত বছরই বিচ্ছেদ হয়েছে। কিন্তু বন্ধুত্ব এখনও রয়েছে অটুট। বলা হচ্ছে, বলিউড সুপারস্টার আমির খান ও তার সাবেক স্ত্রী-প্রযোজক-পরিচালক কিরণ রাওয়ের কথা। 

বলিউড সূত্রে খবর, বেশ গোপনেই শুরু হয়েছে নতুন ছবির কাজ। যার চিত্রনাট্য ও পরিচালনায় আছেন কিরণ। আর সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন আমির।

জানা যায়, গত সপ্তাহে পুনেতে শুট শুরু করেছেন কিরণ। 

আমির-কিরণের এক ঘনিষ্ঠজন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‌‘ছবির চিত্রনাট্য করেছেন কিরণ নিজেই। বেশ কিছুদিন আগে এটি আমিরকে শোনান। গল্পটা মনে ধরে অভিনেতার। তখনই ছবিটি প্রযোজনা করতে রাজি হয়ে যান আমির।’

২০১০ সালে কিরণ পরিচালনা করেছিলেন ‘ধোবি ঘাট’ ছবি। যার প্রযোজকও ছিলেন আমির। ছবিটি সমালোচকদের বেশ প্রশংসা পান। এরপর কিরণকে আর পরিচালনায় পাওয়া যায়নি। একদশক পর তিনি আবারও ক্যামেরার পেছনে ফিরছেন। আর এতে সঙ্গী হিসেবে পাচ্ছেন সাবেক স্বামীকে। 

উল্লেখ্য, গত বছরের ২ জুলাই এক বিবৃতিতে এই তারকাদ্বয় জানান, তারা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এও জানান, দুজন আলাদা হয়ে গেলেও ছেলে আজাদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করবেন তারা। এবং তাদের সম্পর্ক হবে বন্ধুত্বের। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সাত দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ
সাত দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ
স্টিভ ওয়াহরা যা পারেনি, মেগ ল্যানিংরা সেটাই করে দেখালো  
স্টিভ ওয়াহরা যা পারেনি, মেগ ল্যানিংরা সেটাই করে দেখালো  
এক গুদামে মিললো ১৫ হাজার বস্তা সার
এক গুদামে মিললো ১৫ হাজার বস্তা সার
ওসি মনিরুলের বিরুদ্ধে তদন্ত চাইলে আবেদনের পরামর্শ হাইকোর্টের
ওসি মনিরুলের বিরুদ্ধে তদন্ত চাইলে আবেদনের পরামর্শ হাইকোর্টের
এ বিভাগের সর্বশেষ
ফের কঙ্গনার তোপ, ‘আমির হিন্দুফোবিক’
ফের কঙ্গনার তোপ, ‘আমির হিন্দুফোবিক’
এখনও কিরণকে ভালোবাসেন আমির 
এখনও কিরণকে ভালোবাসেন আমির 
বানভাসিদের পাশে দাঁড়ালেন আমির, দিলেন ২৫ লাখ রুপি
বানভাসিদের পাশে দাঁড়ালেন আমির, দিলেন ২৫ লাখ রুপি
আইপিএল মঞ্চেই এলো ‌‘লাল সিং চাড্ডা’র ট্রেলার (ভিডিও)
আইপিএল মঞ্চেই এলো ‌‘লাল সিং চাড্ডা’র ট্রেলার (ভিডিও)
বহু নারীর জীবন নষ্ট করেছেন আমির, সামান্থার বিচ্ছেদেও দায়ী: কঙ্গনা
বহু নারীর জীবন নষ্ট করেছেন আমির, সামান্থার বিচ্ছেদেও দায়ী: কঙ্গনা