X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

প্রাক্তন স্ত্রীর চিত্রনাট্য ও পরিচালনায় আমির খান

বিনোদন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৫

গত বছরই বিচ্ছেদ হয়েছে। কিন্তু বন্ধুত্ব এখনও রয়েছে অটুট। বলা হচ্ছে, বলিউড সুপারস্টার আমির খান ও তার সাবেক স্ত্রী-প্রযোজক-পরিচালক কিরণ রাওয়ের কথা। 

বলিউড সূত্রে খবর, বেশ গোপনেই শুরু হয়েছে নতুন ছবির কাজ। যার চিত্রনাট্য ও পরিচালনায় আছেন কিরণ। আর সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন আমির।

জানা যায়, গত সপ্তাহে পুনেতে শুট শুরু করেছেন কিরণ। 

আমির-কিরণের এক ঘনিষ্ঠজন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‌‘ছবির চিত্রনাট্য করেছেন কিরণ নিজেই। বেশ কিছুদিন আগে এটি আমিরকে শোনান। গল্পটা মনে ধরে অভিনেতার। তখনই ছবিটি প্রযোজনা করতে রাজি হয়ে যান আমির।’

২০১০ সালে কিরণ পরিচালনা করেছিলেন ‘ধোবি ঘাট’ ছবি। যার প্রযোজকও ছিলেন আমির। ছবিটি সমালোচকদের বেশ প্রশংসা পান। এরপর কিরণকে আর পরিচালনায় পাওয়া যায়নি। একদশক পর তিনি আবারও ক্যামেরার পেছনে ফিরছেন। আর এতে সঙ্গী হিসেবে পাচ্ছেন সাবেক স্বামীকে। 

উল্লেখ্য, গত বছরের ২ জুলাই এক বিবৃতিতে এই তারকাদ্বয় জানান, তারা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এও জানান, দুজন আলাদা হয়ে গেলেও ছেলে আজাদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করবেন তারা। এবং তাদের সম্পর্ক হবে বন্ধুত্বের। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমএম/
সম্পর্কিত
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ফের ভরাডুবির পথে আমির খান?
ফের ভরাডুবির পথে আমির খান?
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা