X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

চঞ্চলপুত্রের অভিনয়ে অভিষেক

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১৪:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৩৮

নাট্যাঙ্গনের জনপ্রিয় দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের দুই সন্তান সৌম্য ও দিব্য ইতোমধ্যে নাটক-সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছে বহুবার। দুজনেই করেছে বঙ্গবন্ধুর মতো চরিত্রও। এবার ক্যামেরার সামনে এলো অভিনেতা চঞ্চল চৌধুরীর সন্তান শুদ্ধও।
 
নাটকের নাম ‘সুশীল ফ্যামিলি’। রচনায় বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।

অপরিকল্পিতভাবেই শুদ্ধর প্রথম অভিনয় দাবি করে চঞ্চল বলেন, ‘শুদ্ধর প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পূবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মা-ও ছিল। আনপ্ল্যান্ড। ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো-আর্টিস্ট দিব্য-সৌম্য।’

শুদ্ধর সবেমাত্র ১২ বছর। বাংলা মাধ্যমে ক্লাস সিক্সে পড়ুয়া ছাত্র সে। 

শুটিংয়ে চঞ্চল চৌধুরী, শুদ্ধ, সৌম্য ও দীব্য তার অভিনয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চঞ্চল আরও বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি।’

জানা যায়, ঈদের জন্য নাটকটি তৈরি হচ্ছে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে এটি। এরপর দেখা যাবে ইউটিউবেও।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
চঞ্চল বনাম চঞ্চল!
চঞ্চল বনাম চঞ্চল!
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
এ সপ্তাহের ছবিছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
প্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ