X
সোমবার, ১৫ আগস্ট ২০২২
৩১ শ্রাবণ ১৪২৯

চঞ্চলপুত্রের অভিনয়ে অভিষেক

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১৪:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৩৮

নাট্যাঙ্গনের জনপ্রিয় দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের দুই সন্তান সৌম্য ও দিব্য ইতোমধ্যে নাটক-সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছে বহুবার। দুজনেই করেছে বঙ্গবন্ধুর মতো চরিত্রও। এবার ক্যামেরার সামনে এলো অভিনেতা চঞ্চল চৌধুরীর সন্তান শুদ্ধও।
 
নাটকের নাম ‘সুশীল ফ্যামিলি’। রচনায় বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।

অপরিকল্পিতভাবেই শুদ্ধর প্রথম অভিনয় দাবি করে চঞ্চল বলেন, ‘শুদ্ধর প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পূবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মা-ও ছিল। আনপ্ল্যান্ড। ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো-আর্টিস্ট দিব্য-সৌম্য।’

শুদ্ধর সবেমাত্র ১২ বছর। বাংলা মাধ্যমে ক্লাস সিক্সে পড়ুয়া ছাত্র সে। 

শুটিংয়ে চঞ্চল চৌধুরী, শুদ্ধ, সৌম্য ও দীব্য তার অভিনয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চঞ্চল আরও বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি।’

জানা যায়, ঈদের জন্য নাটকটি তৈরি হচ্ছে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে এটি। এরপর দেখা যাবে ইউটিউবেও।

/এম/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কাঁথায় মুড়িয়ে খাতাগুলো নেন শেখ হাসিনা
কাঁথায় মুড়িয়ে খাতাগুলো নেন শেখ হাসিনা
পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের ঝুঁকি ‘প্রতিদিন বাড়ছে’: ইউক্রেন
পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের ঝুঁকি ‘প্রতিদিন বাড়ছে’: ইউক্রেন
১১ ঘণ্টা পর মিটারগেজ লাইনে ট্রেন চলাচল শুরু
গাজীপুরে বগি লাইনচ্যুত১১ ঘণ্টা পর মিটারগেজ লাইনে ট্রেন চলাচল শুরু
কীভাবে হয়েছিল প্রতিবাদ?
কীভাবে হয়েছিল প্রতিবাদ?
এ বিভাগের সর্বশেষ
‘হাওয়া’ থেকে আপত্তিকর দৃশ্য সরানোর দাবি!
‘হাওয়া’য় ‘আপত্তিকর’ দৃশ্যের সত্যতা মিলেছে তদন্তে!
আবারও চঞ্চল-চমক: আড়াইশ’ বছর কারাগারে!
আবারও চঞ্চল-চমক: আড়াইশ’ বছর কারাগারে!
এবার হাশিম মাহমুদ দেখবেন ‌‘হাওয়া’
এবার হাশিম মাহমুদ দেখবেন ‌‘হাওয়া’
হাওয়া: পুরাণ-বর্তমান, কল্পনা-বাস্তবের মোহনীয় মিথস্ক্রিয়া
সিনেমা রিভিউহাওয়া: পুরাণ-বর্তমান, কল্পনা-বাস্তবের মোহনীয় মিথস্ক্রিয়া
এবার দুই মহাদেশে বইবে ‘হাওয়া’
এবার দুই মহাদেশে বইবে ‘হাওয়া’