X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাটকে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহনের দায়ে আইনি নোটিশ

সুধাময় সরকার
২৯ এপ্রিল ২০২২, ১৩:৫৬আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২৩:০৩

নাটকের দৃশ্যে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহনের অভিযোগে নির্মাতা জাকারিয়া সৌখিন ও প্রযোজক এস কে সাহেদ আলীকে আইনি নোটিশ পাঠিয়েছে প ফাউন্ডেশন। 

‘চমন বাহার’ নামে মুক্তি প্রতীক্ষিত এই নাটকটি প্রকাশ পাচ্ছে ঈদ আয়োজনে। তবে তার আগেই নাটকটির একটি পোস্টার প্রকাশ হয়। যেখানে দেখা যায়, বাইকে বসে আছেন অভিনেতা জোভান। এক হাতে ঝুলিয়ে রেখেছেন তিনটি মুরগি। নাটকটির টিজারের একটি দৃশ্যে দেখা মিলেছে বাইকের হ্যান্ডেলে মুরগির পা বেঁধে ঝুলিয়ে রেখেছেন একই অভিনেতা।

মূলত এই দুটি দৃশ্য চোখে পড়ে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তথা প-এর। সেই মোতাবেক ২৮ এপ্রিল প্রতিষ্ঠানটির আইন শাখার আইনজীবী জাকির হোসাইন একটি নোটিশ ডাকযোগে প্রেরণ করেন নির্মাতা ও প্রযোজকের ঠিকানায়। নোটিশে বলা হয়, মুরগির পা বেঁধে ঝুলিয়ে রাখা শাস্তিযোগ্য অপরাধ। যে অপরাধের কারণে ৬ মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে দেশের আইনে। 

বিষয়টি প্রসঙ্গে প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, ‘‘অনেকেই জানেন প্রাণীদের জীবনমান উন্নয়ন ও তাদের সুরক্ষার জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি। আমরা সম্প্রতি লক্ষ করেছি ‘চমন বাহার’ নামের নাটকটিতে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহন করা হয়েছে। এবং সেটি প্রচারণাও করা হচ্ছে। যেটা কোনোভাবেই প্রাণবিক মনে হয়নি। হতে পারে, পরিচালক-প্রযোজকরা বিষয়টিকে অতোটা সিরিয়াসলি করেননি। হতে পারে তারা প্রাণিকল্যাণ আইন-২০১৯ সম্পর্কে অবগত নন। সেটা তাদের জবাবে নিশ্চয়ই বলবেন। আমরা ১৫ দিনের সময় দিয়েছি উত্তরের জন্য। আমরা চাই, পোস্টার এবং নাটকের ভেতরে এমন দৃশ্য আরও থাকলে সেগুলো যেন ফেলে দেওয়া হয়। তা না হলে আইন তো আছেই।’’   

প্রাণিকল্যাণ আইন-২০১৯ থেকে জানা যায়, কোনও প্রাণীকে পা বেঁধে উল্টো করে বহন করা বা আটকে রাখা বা কষ্ট দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। 

এমিল বলেন, ‘নাটকের অভিনেতা-অভিনেত্রীরা তারকা হিসেবে সাধারণ মানুষকে নৈতিক বা অনৈতিক উভয় পক্ষেই প্রভাবিত করতে পারেন। সেদিক থেকে নাটক বা চলচ্চিত্রের মাধ্যমে জাতিকে ভুল তথ্য দেয়া, অনৈতিক চর্চার প্রসার ঘটানো, আইনের ব্যত্যয় ঘটানো ইত্যাদি গ্রহণযোগ্য হতে পারে না। কারণ, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্পকলার একটি বড় দায় রয়েছে জাতির বিবেক ও আইন সচেতনতা তৈরি করা।’
 পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (প) দেশের প্রাণিকল্যাণের উন্নতির স্বার্থে নানাবিধ কার্যক্রমে জড়িত।

এদিকে ‘চমন বাহার’ নাটকের পরিচালকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে। তবে প্রযোজক জানালেন, এখনও আইনি নোটিশ হাতে পাননি তিনি। পেলে দ্রুত সময়ের মধ্যে সেটির জবাব দেবেন। বললেন, ‘আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

‘চমন বাহার’-এ জোভানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। সদ্য বিবাহিত দম্পতির নতুন জীবনের মিষ্টি গল্পে সাজানো হয়েছে নাটকটি। যা মুক্তি পাচ্ছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কলেজ জীবনে ফিরলেন জোভান-পায়েল!
কলেজ জীবনে ফিরলেন জোভান-পায়েল!
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
তটিনীর ‘একটাই তুমি’ জোভান!
তটিনীর ‘একটাই তুমি’ জোভান!
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার