X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯
সানী-মৌসুমীর সংসারে ভাঙন চেষ্টা

‘মৌসুমী বলেছে জায়েদ ছোট ভাইয়ের মতো’  

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১০:৩৬আপডেট : ১৩ জুন ২০২২, ১১:৩২

চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সুখের সংসারে ভাঙনের অভিযোগ তুলেছেন চিত্রনায়ক ওমর সানী। চলচ্চিত্রের আরেক নায়ক জায়েদ খানের বিরুদ্ধে আনা এমন চাঞ্চল্যকর অভিযোগ সানী জমাও দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। চেয়েছেন বিচার।

তবে ঘটনার সূত্রপাত মুভিলর্ড-খ্যাত অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে। সেখানে উপস্থিত হয়ে ওমর সানী সপাটে চড় মেরেছেন জায়েদ খানকে। অভিযোগ আছে, জায়েদ খানও পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। তবে প্রথম থেকেই আয়োজক ডিপজল জানিয়ে আসছেন, এমন কোনও কিছুই তার জানা নেই। এবার তিনি বললেন বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে কথা হয়েছে তার। 

ডিপজল বলেন, ‌‘মৌসুমী আমাকে স্পষ্ট বলেছে যে, জায়েদ তার ছোট ভাইয়ের মতো। অবশ্যই জায়েদ ছোট ভাই। মৌসুমীর সঙ্গে ওই টাইপের কথা হওয়ার কথা না। মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে। সে সরাসরি একটা কথাই বলেছে যে, এটার বিতর্কে কিছু নেই বলারও।’

শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সানী-জায়েদের চড় ও পিস্তলকাণ্ড ঘটে। শনিবার (১১ জুন) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরদিন (১২ জুন) সন্ধ্যায় শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানী। অভিযোগপত্র

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর দেওয়া অভিযোগপত্রে ওমর সানী বলেন, ‘আমি ওমর সানী এই সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহসভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছে।’

সানী জানান, সমিতির মাধ্যমে সুরহা না হলে তিনি জিডি করবেন।

/এম/
সম্পর্কিত
নাচে-গানে বিনোদিত করবেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১নাচে-গানে বিনোদিত করবেন যারা
ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে: ডিপজল
ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে: ডিপজল
নামাজ পড়লেও তার চেহারা চোখে ভাসে: মৌসুমী
স্মরণে গাজী মাজহারুল আনোয়ারনামাজ পড়লেও তার চেহারা চোখে ভাসে: মৌসুমী
ডিপজল-মিশাকে নিয়ে কমেডি থ্রিলার!
ডিপজল-মিশাকে নিয়ে কমেডি থ্রিলার!
বিনোদন বিভাগের সর্বশেষ
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
মনে হয়েছিলো আর পারবো না: কান্নারত ছবি দিয়ে ম্রুনাল
মনে হয়েছিলো আর পারবো না: কান্নারত ছবি দিয়ে ম্রুনাল