X
বুধবার, ১৭ আগস্ট ২০২২
২ ভাদ্র ১৪২৯
সানী-জায়েদের চড়-পিস্তলকাণ্ড

অবশেষে এক টেবিলে সানী-মৌসুমী

বিনোদন প্রতিবেদক
১৭ জুন ২০২২, ০২:০৮আপডেট : ১৭ জুন ২০২২, ১৮:২৭

বিয়ের আসরে সানী-জায়েদ খানের চড়-পিস্তলকাণ্ড, মোসুমীর অডিও বার্তায় ‘জায়েদ খান ভালো ছেলে’ এবং ‘সানী ভাই’ সম্বোধনের রেশ ধরে ঢালিউড উত্তাল ছিল টানা ছয় দিন।

সব ছাপিয়ে সবার জল্পনায় ছিল ঢালিউডের আদর্শ পরিবারে আছড়ে পড়লো বুঝি ভাঙনের ঢেউ! কারণ, সানী নিজেও জানালেন একঘরে থেকেও তার বনবাস জীবনের কথা!

তবে এসব অস্থিরতায় স্থিরতা এলো বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে প্রকাশিত একটি স্থিরচিত্রের মাধ্যমে। যেখানে এক টেবিলে দেখা মিললো সানী-মৌসুমী দম্পতির। সঙ্গে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। 

ছবিটি ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। ক্যাপশনে লিখে দেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

এমন ছবি পেয়ে আনন্দে আটখানা ঢালিউড হয়ে নেটাগরিকরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সানী-মৌসুমী।

দাঁড়ানো ছেলে ফারদিন

সম্প্রতি এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় মুভিলর্ড-খ্যাত অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে। সেখানে উপস্থিত হয়ে ওমর সানী সপাটে চড় মারেন জায়েদ খানকে। অভিযোগ আছে, জায়েদ খানও পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। চড় মারার কারণ হিসেবে সানী দাবি করেন, গত চার মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে।

শনিবার (১১ জুন) রাতে সেই বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরদিন (১২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানী। একই দিন জায়েদ খান ভালো ছেলে এবং স্বামীকে সানী ভাই বলে সম্বোধন করে গণমাধ্যমে বার্তা পাঠান মৌসুমী। হতে থাকে জলঘোলা পরিবেশ।

বৃহস্পতিবার মধ্যরাতের এই টেবিল ছবির মাধ্যমে ধারণা করা যাচ্ছে, পারিবারিকভাবে এদিন সমঝোতা হয়েছে তাদের। সেই আনন্দে চলছে বিরিয়ানি উৎসব।

তবে এই উন্নয়নের পক্ষে বা বিপক্ষে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মৌসুমী বা জায়েদ খানের পক্ষ থেকে।

/এমএম/এমপি/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
কেজিতে ৪০ টাকা কমলো কাঁচা মরিচের দাম 
কেজিতে ৪০ টাকা কমলো কাঁচা মরিচের দাম 
ভিয়েনায় জাতীয় শোক দিবস পালিত
ভিয়েনায় জাতীয় শোক দিবস পালিত
এ বিভাগের সর্বশেষ
সানী-জায়েদের সিনেমা দিয়েই ফিরলেন অভিমানী মৌসুমী
সানী-জায়েদের সিনেমা দিয়েই ফিরলেন অভিমানী মৌসুমী
মৌসুমীর ফাউন্ডেশন নিয়ে নতুন মিশনে সানী
মৌসুমীর ফাউন্ডেশন নিয়ে নতুন মিশনে সানী
আমরা অধীর অপেক্ষায় আছি পদ্মা সেতুতে উঠতে: ওমর সানী
গৌরবের পদ্মা সেতুআমরা অধীর অপেক্ষায় আছি পদ্মা সেতুতে উঠতে: ওমর সানী
আমি এখন শামুকের মতো হয়ে গেছি: মৌসুমী
আমি এখন শামুকের মতো হয়ে গেছি: মৌসুমী
প্রকাশ্যে মৌসুমীর ‘ভাঙন’র খবর
প্রকাশ্যে মৌসুমীর ‘ভাঙন’র খবর