X
সোমবার, ২৭ জুন ২০২২
১৩ আষাঢ় ১৪২৯

যুক্তরাষ্ট্রের ৫৯ থিয়েটারে সিয়াম-পূজা!

আপডেট : ২৪ জুন ২০২২, ১৪:২২

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব থিয়েটারে শুক্রবার (২৪ জুন) মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। 

ফিলম্যান এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন এম রাহিম।

২৪ জুন ছবিটি মুক্তি পাচ্ছে আমেরিকাজুড়ে পৃথিবীখ্যাত বেশ ক’টি মাল্টিপ্লেক্স চেইনে। যার মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা চেইন এএমসি-এর ১০টি, পৃথিবীর ২য় বৃহত্তম সিনেমা চেইন রিগাল/সিনেওয়ার্ল্ড-এর ২০টি, পৃথিবীর ৩য় বৃহত্তম সিনেমা চেইন সিনেমার্ক-এর ২৪টি, আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন হারকিন্স-এর ৪টি এবং শোকেস-এর ১টিসহ মোট ৫৯টি থিয়েটারে। 

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সজীব বলেন, ‘পৃথিবীর সেরা সিনেমা চেইনগুলোতে যুক্ত হলো বাংলাদেশের সিনেমার নাম। সামার-এর এই সময়ে যখন হলিউড-বলিউডসহ বড় বড় সব ইন্ডাস্ট্রির সিনেমা মুক্তির জন্য লাইন লেগে আছে, তখন বাংলাদেশের একটি সিনেমার জন্য ৫৯টি থিয়েটার ম্যানেজ করা যায়, তখন আনন্দ হয়।’ 

এদিকে ‘শান’ আমেরিকায় মুক্তি উপলক্ষে ২২ জুন বুধবার সিনেমাটির সর্বশেষ গান ‘হাজার জোনাকি’ অফিসিয়াল পেজে উন্মুক্ত করেছে ফিলম্যান এন্টারটেইনমেন্ট। প্রবাসী দর্শকদের আগ্রহী করে তুলতে ছবির শিল্পী ও কুশলীরা নানারকম প্রচারণায় সরব হয়েছেন নিজেদের পেজে।

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত  ছবিগুলোর মধ্যে সর্বাধিক আলোচিত ও প্রশংসিত ছবি ‘শান’। 

আমেরিকায় বড় পরিসরে মুক্তি পাওয়ার খবরে ছবির নায়ক সিয়াম বলেন, ‘‘দেশে ছবিটির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু ‘শান’ না, ঈদের সব সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। এটা আমাদের জন্য সুখবর। এবার আমাদের ‘শান’ মুক্তি পাচ্ছে আমেরিকায়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ভাই-বোনরা ও বিশ্বের দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন। আমার বিশ্বাস ছবিটি তাদের ভালো লাগবে।’’

‘শান’ ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প সাজিয়েছেন বাংলাদেশের চৌকস পুলিশ অফিসার এসপি আজাদ খান।  চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

/এমএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
১৪ বছর পর আলম হত্যার রায়, ৩ আসামির যাবজ্জীবন 
১৪ বছর পর আলম হত্যার রায়, ৩ আসামির যাবজ্জীবন 
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি কোভিড আক্রান্ত
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি কোভিড আক্রান্ত
চীনকে টেক্কা দিতে ৬০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা
চীনকে টেক্কা দিতে ৬০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা
যে ৮ ফল ও সবজি খেলে পাবেন উজ্জ্বল ত্বক
যে ৮ ফল ও সবজি খেলে পাবেন উজ্জ্বল ত্বক
এ বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকার ৮০ হলে ‘শান’
উত্তর আমেরিকার ৮০ হলে ‘শান’
বিকল্প ব্যবস্থায় পাহাড়িদের কাছে সিয়াম-পূজা
বিকল্প ব্যবস্থায় পাহাড়িদের কাছে সিয়াম-পূজা
প্যারিসের দুই মাল্টিপ্লেক্সে সিয়াম-পূজার ‘শান’
প্যারিসের দুই মাল্টিপ্লেক্সে সিয়াম-পূজার ‘শান’
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সপরিবারে ‘শান’ দেখবেন সিয়াম
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সপরিবারে ‘শান’ দেখবেন সিয়াম
শাকিব-পূজার জন্য খুলে দেওয়া হলো জামালপুরের তিন মিলনায়তন
শাকিব-পূজার জন্য খুলে দেওয়া হলো জামালপুরের তিন মিলনায়তন