X
শনিবার, ০৮ অক্টোবর ২০২২
২২ আশ্বিন ১৪২৯

যুক্তরাষ্ট্রের ৫৯ থিয়েটারে সিয়াম-পূজা!

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১০:২৯আপডেট : ২৪ জুন ২০২২, ১৪:২২

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব থিয়েটারে শুক্রবার (২৪ জুন) মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। 

ফিলম্যান এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন এম রাহিম।

২৪ জুন ছবিটি মুক্তি পাচ্ছে আমেরিকাজুড়ে পৃথিবীখ্যাত বেশ ক’টি মাল্টিপ্লেক্স চেইনে। যার মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা চেইন এএমসি-এর ১০টি, পৃথিবীর ২য় বৃহত্তম সিনেমা চেইন রিগাল/সিনেওয়ার্ল্ড-এর ২০টি, পৃথিবীর ৩য় বৃহত্তম সিনেমা চেইন সিনেমার্ক-এর ২৪টি, আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন হারকিন্স-এর ৪টি এবং শোকেস-এর ১টিসহ মোট ৫৯টি থিয়েটারে। 

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সজীব বলেন, ‘পৃথিবীর সেরা সিনেমা চেইনগুলোতে যুক্ত হলো বাংলাদেশের সিনেমার নাম। সামার-এর এই সময়ে যখন হলিউড-বলিউডসহ বড় বড় সব ইন্ডাস্ট্রির সিনেমা মুক্তির জন্য লাইন লেগে আছে, তখন বাংলাদেশের একটি সিনেমার জন্য ৫৯টি থিয়েটার ম্যানেজ করা যায়, তখন আনন্দ হয়।’ 

এদিকে ‘শান’ আমেরিকায় মুক্তি উপলক্ষে ২২ জুন বুধবার সিনেমাটির সর্বশেষ গান ‘হাজার জোনাকি’ অফিসিয়াল পেজে উন্মুক্ত করেছে ফিলম্যান এন্টারটেইনমেন্ট। প্রবাসী দর্শকদের আগ্রহী করে তুলতে ছবির শিল্পী ও কুশলীরা নানারকম প্রচারণায় সরব হয়েছেন নিজেদের পেজে।

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত  ছবিগুলোর মধ্যে সর্বাধিক আলোচিত ও প্রশংসিত ছবি ‘শান’। 

আমেরিকায় বড় পরিসরে মুক্তি পাওয়ার খবরে ছবির নায়ক সিয়াম বলেন, ‘‘দেশে ছবিটির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু ‘শান’ না, ঈদের সব সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। এটা আমাদের জন্য সুখবর। এবার আমাদের ‘শান’ মুক্তি পাচ্ছে আমেরিকায়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ভাই-বোনরা ও বিশ্বের দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন। আমার বিশ্বাস ছবিটি তাদের ভালো লাগবে।’’

‘শান’ ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প সাজিয়েছেন বাংলাদেশের চৌকস পুলিশ অফিসার এসপি আজাদ খান।  চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

/এমএম/
সম্পর্কিত
মাহি ও পূজা: ২১ বনাম ২১
এ সপ্তাহের ছবিমাহি ও পূজা: ২১ বনাম ২১
ঢাকা টু মুম্বাই ভায়া কলকাতা: নায়িকাদের পুজো উৎসব
ঢাকা টু মুম্বাই ভায়া কলকাতা: নায়িকাদের পুজো উৎসব
উচ্ছ্বসিত পূজা, বেঁকে বসলেন শাকিব খান!
উচ্ছ্বসিত পূজা, বেঁকে বসলেন শাকিব খান!
এটা শুধুই আর্ট, আমি নই: পূজা চেরী
এটা শুধুই আর্ট, আমি নই: পূজা চেরী
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর...
প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর...
সুসং দুর্গাপুরে মিথিলার দিনগুলো...
যে দেশ শিশুর মতো প্রকৃতির কোলে হেসে-খেলে ঘুমিয়ে পড়ে
টোকিও চলচ্চিত্র উৎসবে ফিরছে চেনা জৌলুস
টোকিও চলচ্চিত্র উৎসবে ফিরছে চেনা জৌলুস
সিনেমা মুক্তির দিনেই মারা গেলেন ‘গুডবাই’ অভিনেতা
সিনেমা মুক্তির দিনেই মারা গেলেন ‘গুডবাই’ অভিনেতা
নির্মাতা মানিককে দশে দশ দিলেন মালেক আফসারী
নির্মাতা মানিককে দশে দশ দিলেন মালেক আফসারী