X
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
২৩ মাঘ ১৪২৯
ঈদ বিশেষ

আমার জন্য আমিই ত্যাগ করেছি: শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০২২, ১১:১৪আপডেট : ১০ জুলাই ২০২২, ১৫:০৬

কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার সময়। প্রায় প্রতিটি মানুষের উঠে দাঁড়ানোর পেছনে কেউ না কেউ ছায়া হয়ে থাকে। যে ছায়ায় হেঁটে জীবনে আসে সাফল্য। তারকাজীবনে সেই পেছনের মানুষের ত্যাগ নিয়েই বাংলা ট্রিবিউন-এর এবারের আয়োজন-

আমার কাছে ত্যাগের গল্প শুনতে চাওয়া হয়েছে! যারা আমার ক্যারিয়ারে বিশেষ ত্যাগ করেছেন, তাদের গল্প। তবে সেভাবে ধরতে গেলে আমার জন্য বিশেষ কেউ কিছু ত্যাগ করেনি। কারণ, আমার পরিবারের কেউই চাইতেন না আমি মিডিয়াতে কাজ করি।

বরং আমিই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছি।

যে বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা, হ্যাং-আউট করার কথা, সে বয়সে আমি তা করতে পারিনি।

সকাল আটটায় ভার্সিটির জন্য বের হয়ে যেতাম। সেটা শেষ করেই ছুটতাম শুটিংয়ে। শেষ হতে হতে রাত ১১টা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে পরের দিনের শুটিংয়ের ব্যাগ গোছাতে হতো। সেটা করতে করতে বাজতো রাত ৩টা।

এরপর আবার ছুট।

অনেকে পড়াশোনা শেষ করে কাজে যুক্ত হন। অভিনয়ের সেই সুযোগ ছিল না। আমার জীবনে পড়াশোনা ও শুটিং একসঙ্গে করতে হয়েছে। তাই একটা সময় বন্ধুরাও কোনও আড্ডাতে আমার নাম রাখতো না। কারণ, তারা জানে আমি উপস্থিত হতে পারবো না।

তবে এর বাইরে যদি কারও নাম বলতে হয়, তবে সেটা আমার মা। তিনি আমার প্রতি বিশেষ খেয়াল রাখতেন। ব্যাগ গোছাতে সাহায্যসহ আমার প্রয়োজনীয় সবকিছু তিনি মনে রাখতেন। এখনও করে যাচ্ছেন। তার জন্যই হয়তো সবকিছু সামলে কাজ করতে পেরেছি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এক ফারিয়া স্রোতে ভাসলেন, অন্যজনের সরল স্বীকারোক্তি
বিশ্বকাপ ২০২২ ফাইনালএক ফারিয়া স্রোতে ভাসলেন, অন্যজনের সরল স্বীকারোক্তি
দিল্লি টু ঢাকা: মিডল এজ ক্রাইসিস প্রসঙ্গে ফারিয়া
দিল্লি টু ঢাকা: মিডল এজ ক্রাইসিস প্রসঙ্গে ফারিয়া
দিল্লি থেকে দোয়া চেয়েছেন শবনম ফারিয়া
দিল্লি থেকে দোয়া চেয়েছেন শবনম ফারিয়া
ফুটবল জ্বরে কাঁপছে সবাই, নির্বিকার বাঁধন-ফারিয়া!
ফুটবল জ্বরে কাঁপছে সবাই, নির্বিকার বাঁধন-ফারিয়া!
বিনোদন বিভাগের সর্বশেষ
অর্ণবের সঙ্গে যোগ দিলেন ফুয়াদ-প্রীতম-ইমন
কোক স্টুডিও বাংলাঅর্ণবের সঙ্গে যোগ দিলেন ফুয়াদ-প্রীতম-ইমন
ওয়েব সিরিজ নিয়ে আপত্তি, আইনি পথে সালমান শাহর পরিবার
ওয়েব সিরিজ নিয়ে আপত্তি, আইনি পথে সালমান শাহর পরিবার
মিল-অমিলে ঋত্বিক ঘটক ও লতা মঙ্গেশকর
প্রয়াণ দিনে স্মরণমিল-অমিলে ঋত্বিক ঘটক ও লতা মঙ্গেশকর
হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’
হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে ৬ ফেব্রুয়ারি হচ্ছে না!
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে ৬ ফেব্রুয়ারি হচ্ছে না!