X
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০

বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি: জয়

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০৩

সন্ধ্যা নেমে গেছে বৃষ্টিভেজা শহরে। জ্বলে উঠেছে দালান-পথের বাতিগুলো। এমন ভেজা সন্ধ্যায় নেটিজেনের চোখ আটকে গেলো অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্টে। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি। তবে ক্যাপশনের প্রথমাংশে যা লিখলেন, তাতে চমকে যেতেই হয়।

হলুদাভ ছবিতে হাস্যোজ্বল জয় ও বাঁধন দুজনেই। অবশ্য তাদের সঙ্গে আরও একজন আছেন, তিনি নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ক্যাপশনের প্রথম লাইনে এবার চোখ দেওয়া যাক। জয় লিখেছেন, ‘বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনও ভাবিনি!’

এরপরই বিষয়টি পরিষ্কার করলেন অভিনেতা। বললেন, ‘ঘটক রেদওয়ান রনি ভাই এবং চরকি। বিয়ের কাজী শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজ। শঙ্খ দুর্দান্ত নির্মাতা। বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান। এতোটুকুই জানালাম। চরকি এবং শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন।’

প্রসঙ্গটি ধরে যোগাযোগ করা হয় শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে। বাংলা ট্রিবিউনকে তিনি অনেক কথাই জানালেন। তবে গোপন রাখলেন ওয়েব সিরিজটির নাম। সেটা সময়মতো চরকি থেকেই ঘোষণা করা হবে।

জয়ের ভাষ্য, ‘আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আমরা শুটিং শুরু করবো। এখন রিহার্সাল চলছে পুরোদমে। এটি সাত পর্বের সিরিজ। দুর্দান্ত গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। আর এই সময়ের সেরা অভিনয়শিল্পীদের দেখা যাবে আমাদের সঙ্গে।’

নির্মাতা শঙ্খ দাশগুপ্তের সঙ্গে বাঁধন ও জয় কাজের সূত্রে বেশ কিছুদিন যাবত বাঁধন ছিলেন ভারতে। সেখানে তিনি বিশাল ভরদ্বাজের নির্মাণে ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় কাজ করছেন। ওই কাজ সেরে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন। এরপরই যোগ দিয়েছেন ওয়েব সিরিজের রিহার্সালে। 

এদিকে সিরিজটি নিয়ে জয়ের প্রত্যাশা এবং সংশয় দুটোই আকাশচুম্বী। বললেন, ‘যদি কাজটি ঠিকভাবে করতে পারি, তাহলে অমিতাভ বচ্চন হয়ে যাবো, না হলে ধরা খেয়ে যাবো!’

প্রসঙ্গত, এর আগে শাহরিয়ার নাজিম জয়কে চরকির ‘ফ্লোর নাম্বার ৭’ ওয়েব সিরিজে দেখা গেছে। সেখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি দর্শকমহলে প্রশংসিত হয়েছিলো।

/এমএম/কেআই/
সম্পর্কিত
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
অ্যানিমেশন সিরিজে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরের গল্প
অ্যানিমেশন সিরিজে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরের গল্প
‘তাদের চেয়ে কি আমরা ক্রিকেটটাকে বেশি বুঝি’
বিশ্বকাপ বিশেষ‘তাদের চেয়ে কি আমরা ক্রিকেটটাকে বেশি বুঝি’
বিনোদন বিভাগের সর্বশেষ
১০ম ব্যান্ড ফেস্ট: হবে না বলেও হলো!
১০ম ব্যান্ড ফেস্ট: হবে না বলেও হলো!
সমালোচকদের তোয়াক্কা না করে বইছে ‘অ্যানিমেল’ ঝড়
সমালোচকদের তোয়াক্কা না করে বইছে ‘অ্যানিমেল’ ঝড়
অটোবায়োগ্রাফি: ফারুকী-তিশার এক প্রেমপত্রে অনেক কমন প্রশ্ন
সিনেমা সমালোচনাঅটোবায়োগ্রাফি: ফারুকী-তিশার এক প্রেমপত্রে অনেক কমন প্রশ্ন
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...