X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
অপারেশন সুন্দরবন

শুটিংয়ে শেষ দৃশ্যের গল্প শোনালেন সিয়াম

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫০

সিয়াম সর্বশেষ পর্দা কাঁপিয়েছেন গত মে মাসে ‘শান’ ছবি দিয়ে। ছবিটি ছিলো পুলিশি অ্যাকশন। পরের ছবিতেই তাকে পাওয়া যাবে মেজর চরিত্রে। মেজর সায়েম। যার নেতৃত্বে সুন্দরবন হবে দস্যুমুক্ত, সত্যিকারের সুন্দর।

র‍্যাব কো অপারেটিভ সোসাইটি প্রযোজিত, দীপংকর দীপন পরিচালিত আলোচিত ছবিটি মুক্তি পাচ্ছে দেশের সিংহভাগ প্রেক্ষাগৃহে। তারই আনুষ্ঠানিক আয়াজ উঠলো বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টার থেকে।

যেখানে ছবির অন্য কুশলীদের সঙ্গে হাজির ছিলেন সিয়াম আহমেদ। সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন ছবিটির ভেতর-বাইরের গল্প।  

সিনেমাটির টিম স্পিরিট প্রকাশ করতে গিয়ে সিয়াম সাম্প্রতিক একটি ঘটনা শেয়ার করেন। বলেন, ‘‘মূল কাজ তো আগেই শেষ। কিছু দিন আগে আমি আর নুসরাত এই ছবির শেষ গানের শুট করতে গিয়েছি। শেষদিন। শেষ দৃশ্যের কাজ চলছে। যে মুহূর্তে দৃশ্যটি শেষ হলো, আমি আর নুসরাত একে অপরের দিকে তাকিয়ে ছিলাম চুপচাপ, বেশ কিছুক্ষণ। দুজনেই প্রায় একসঙ্গে বলে ফেললাম, ‘শেষ! শেষ হয়ে গেল আমাদের এই জার্নি?’ আমরা দুজন দুজনে এতোটা অভ্যস্ত হয়ে গেছি, টিমের সঙ্গে এতোটা মিশে গেছি। সেটা বলে বোঝানো যাবে না।’’

‘অপারেশন সুন্দরবন’ মুক্তির আগেই অনেকে বলার চেষ্টা করছেন, এটি আসলে ডকুমেন্টারি ঘরানার কিছু হতে চলেছে। এর জবাবে সিয়াম স্পষ্ট করে বলেন, ‘এমন প্রশ্ন বা দ্বিধা যারা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, এটা আপনাদের মনের মতো সিনেমাই হয়েছে। যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি তখন থেকে আমরা সবাই মিলে একটা পূর্ণাঙ্গ সিনেমা বানাতে চেয়েছি। এখানে রিয়েলিটির ছোঁয়া আছে, আবার ফিল্মিক বিষয়টাও রয়েছে। সিনেমাটি বানানোর ক্ষেত্রে আমরা কোনও দ্বিধা করিনি। আপনারা সবাই পরিবার নিয়ে ছবিটি দেখতে পারবেন।

২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। এতে সিয়াম-নুসরাত ফারিয়া ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক প্রমুখ। দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি দীপংকর দীপন।

প্রধান অতিথিকে ঘিরে পুরো টিম বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। চলচ্চিত্রটির নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূরকে লক্ষ্য করে সিয়াম বলেন, ‘যার মতো করে আমরা আঙুলে চেইন ঘোরাতে শিখেছি, যাকে দেখলে এখনও আমার পা কাঁপে- সেই মানুষটার উপস্থিতিতে আমাদের সিনেমার প্রচারণা শুরু হলো। একজন ক্ষুদ্র অভিনেতা হিসেবে এরচেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। ধন্যবাদ দীপন দাকে, এই অসাধারণ সিনেমায় আমাকে যোগ্য মনে করার জন্য।’

সংবাদ সম্মেলন শেষে চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়।

ছবি: সাজ্জাদ হোসেন

/কেআই/এমএম/
সম্পর্কিত
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
বিনোদন বিভাগের সর্বশেষ
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার