X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
এ সপ্তাহের ছবি

মাহি ও পূজা: ২১ বনাম ২১

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ০০:৩০আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:২৭

একই দিনে মুক্তি পাওয়া দুটি সিনেমার হলের সংখ্যা সমান; সচরাচর এমনটা ঘটে না। এবার ঘটলো মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ ও পূজা চেরীর ‘হৃদিতা’র ক্ষেত্রে। শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমা দুটি। আর দুটি সিনেমারই হলসংখ্যা ২১। হলের তালিকা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছেন দুই সিনেমার সংশ্লিষ্টরা।

ঢাকার মধ্যে ‘যাও পাখি বলো তারে’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (পান্থপথ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ) ও গীত (ধোলাইপাড়) সিনেমা হলে।

অন্যদিকে সিনেপ্লেক্সের দুটি হল পেয়েছে ‘হৃদিতা’। একটি বসুন্ধরা সিটি, অন্যটি মিরপুরের সনি স্কয়ার। পাশাপাশি ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী স্কয়ার, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাবে চলছে এটি। বাকি হলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে।

সিনেমা দুটির হললিস্ট নিটোল প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘যাও পাখি বলো তারে’। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটিকে নিয়ে ভীষণ আশাবাদী নায়িকা মাহিয়া মাহি। নিজের সফলতম সিনেমা ‘পোড়ামন’-এর কথা স্মরণ করে তিনি বলেছেন, “সবচেয়ে বড় বিষয় হলো এ সিনেমার সংলাপ। এখানে অনেক সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি ‘পোড়ামন’ হবে।”

(ডান থেকে) নির্মাতা মানিকের সঙ্গে আদর আজাদ, মাহিয়া মাহি ও শিপন মিত্র এই সিনেমায় মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে রাশেদ মামুন অপু, সুব্রত, বড়দা মিঠু, রেবেকা, মিলি বাশারকে।

অন্যদিকে শেষ মুহূর্তে এসে ‘হৃদিতা’র প্রচারে নেমেছেন পূজা চেরী। সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিচ্ছেন। এমনকি বৃহস্পতিবার (৬ অক্টোবর) হলও পরিদর্শন করেছেন।

পূজা চেরী ও এবিএম সুমন সিনেমাটি নিয়ে পূজার ভাষ্য, “হৃদিতা’ আমার স্বপ্নের একটি সিনেমা, স্বপ্নের চরিত্র। ডাবিংয়ের সময় কিছুটা দেখেছি, পুরো সিনেমাটি আমিও দেখিনি, আপনাদের সঙ্গে দেখবো। আশা করবো সবাই ফ্যামিলি নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।”

‘হৃদিতা’রূপী পূজার সঙ্গে জুটি হয়েছেন এবিএম সুমন। এতে আরও আছেন সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন ইস্পাহানী আরিফ জাহান। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
মা হারিয়ে পূজা: আমার এখন কী হবে
মা হারিয়ে পূজা: আমার এখন কী হবে
মা হারালেন পূজা চেরী
মা হারালেন পূজা চেরী
ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি
ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি
‘হেরে গেলেও ভেঙে পড়িনি,’ লাইভে এসে বললেন মাহি
‘হেরে গেলেও ভেঙে পড়িনি,’ লাইভে এসে বললেন মাহি
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!