X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বন্ধুদের আয়োজনে গাইবেন জেমস ও পার্থ বড়ুয়া

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১৬:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬:৩৪

দেশের জনপ্রিয়তম ব্যান্ড তারকা জেমস। তার ব্যান্ড ‘নগরবাউল’ মানেই কনসার্টে সীমাহীন উচ্ছ্বাস-উন্মাদনা। অন্যদিকে দেশের সবচেয়ে পুরনো কয়েকটি ব্যান্ডের একটি ‘সোলস’। দীর্ঘ পথচলা পেরিয়ে এখনও সচল রয়েছে ব্যান্ডটি। তিন দশকের বেশি সময় ধরে এ ব্যান্ডের ভোকাল হিসেবে আছেন পার্থ বড়ুয়া।
 
ব্যান্ড মিউজিকের এই তারকাদ্বয়কে এক মঞ্চে পাওয়া যাবে আগামী ২৮ অক্টোবর। বন্ধুদের আয়োজনে অনুষ্ঠিতব্য একটি মিলনমেলায় গাইবেন তারা। এসএসসি-৯৭ ব্যাচের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে।
 
জানা গেছে, ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, এমন বন্ধুরা মিলে তৈরি করেছেন একটি সংগঠন। সেই সংগঠনের পাঁচ বছর পূর্ণ হয়েছে। আবার ব্যাচের বয়স পেরিয়েছে ২৫। এই রজতজয়ন্তীকে মাথায় রেখেই বড় পরিসরে আয়োজন করা হচ্ছে মিলনমেলার।

দিনব্যাপী এই আনন্দ উৎসবের আহ্বায়ক আবুল হাসনাত রুবেল বলেন, ‘‘সমবয়সী বন্ধুদের নিয়ে ফেসবুকভিত্তিক ‘এসএসসি–৯৭ এইচএসসি–৯৯’ সংগঠনটির বয়স পাঁচ বছর অতিক্রম করেছে। বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান উদযাপন ও আয়োজনের ধারাবাহিকতায় এবার সারা দেশের এসএসসি–৯৭ ব্যাচের বন্ধুদের নিয়ে এই আয়োজন। আশা করি, কয়েক হাজার বন্ধু এই উৎসবে অংশ নেবে।”

পঁচিশ বছর আগে পরীক্ষার্থী থাকলেও তাদের প্রত্যেকেই এখন ঘর-সংসারী হয়ে গেছেন। তাই এই মিলনমেলায় পরিবারসহ অংশ নেবেন সদস্যরা। ফেলে আসা রঙিন কৈশোরের স্মৃতি স্মরণ করে আনন্দে মাতবেন।

আয়োজকরা জানান, মূল অনুষ্ঠান দিনব্যাপী হলেও এদিন বিকাল ৫টা থেকে হবে গানের আয়োজন। প্রথমে পারফর্ম করবে সোলস, এরপর নগরবাউল। থাকবে আরও কিছু শিল্পীর একক পরিবেশনা।

/কেআই/এমএম/
সম্পর্কিত
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’