X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মাহির জন্মদিনের ‘উপহার’ রাজনৈতিক পদ!

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৩:০৮আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৭:০৩

জন্মদিনের প্রহর আসতে বাকি মাত্র ৪২ মিনিট। ঠিক এই মুহূর্তে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, তিনি একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। শুধু তা-ই নয়, সেখানে দুটি পদও পেয়েছেন। যেন জন্মদিনের উপলক্ষেই তাকে বিশেষ এই ‘উপহার’ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাত ১১টা ১৮ মিনিটে ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন মাহি। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের পাতা। একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকাকে দায়িত্ব হয়েছে। অন্যটি বলছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। জন্মদিনের প্রাক্কালে রাজনৈতিক পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাহি বললেন, ‘আলহামদুলিল্লাহ’। বিষয়টি নিয়ে মাহির বিস্তারিত মন্তব্যের জন্য কল করা হলে সাড়া পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্যাডে মাহিকে পদায়নের বিবৃতি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। স্বামী রকিব সরকার তার জন্য জমকালো বার্থডে পার্টির আয়োজন করেন। এছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে। যা পেয়ে আপ্লুত নায়িকা।

উল্লেখ্য, ১৯৯৩ সালে রাজশাহীতে জন্ম মাহিয়া মাহির। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তাকে একাধিক সফল সিনেমায় দেখা গেছে। সর্বশেষ গত ৭ অক্টোবর তার অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

মাহির জন্মদিন উদযাপন: 

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
চেনা রূপে মাহি, অন্তর্জালে তুললেন ঝড়!
চেনা রূপে মাহি, অন্তর্জালে তুললেন ঝড়!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি
ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব