X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইমরানকে নিয়ে ‘গুরু’ বিতর্ক

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১৮:১৪আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১২:৪৬

সম্প্রতি ‌‘গুরু শিষ্য’ শিরোনামে হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের একটি খবর প্রকাশ হয় দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমে। যেখানে প্রকাশ হয়, প্রথমবার শিষ্য ইমরানের সুরে গান গেয়েছেন গুরু হাবিব। খবরটি গণমাধ্যমে প্রকাশ হয় ইমরানের সূত্র ধরেই।

তবে এমন খবরের রেশ ধরে প্রতিক্রিয়া আসছে অন্তর্জালে। বিশেষ করে ইমরানকে যারা শৈশব থেকে চেনেন, তাদের অনেকেই প্রকাশ করেছেন বিস্ময়। অতীত টেনে বলতে চেয়েছেন, ইমরান তার আসল গুরুকে ভুলে ‌‘জাতে’ ওঠার জন্য তিনি গুরু বলে দাবি করছেন হাবিব ওয়াহিদকে!

রাশেদ হাসান নামের এক ব্যক্তি ২৯ অক্টোবর নিজের ফেসবুক দেয়ালে হাবিব-ইমরানের একটি সংবাদ শেয়ার করে সেখানে লেখেন বিস্তর। যে লেখায় উঠে এসেছে ইমরানের গানে হাতেখড়ি, সেরাকণ্ঠের ভোটিং প্রক্রিয়া আর গানের শিক্ষক শাহিনুর রহমান শাহিনের নাম ও তার সংগীত একাডেমিতে গান শেখার গল্প। রাশেদ হাসান তার পোস্টে দাবি করেন, ইমরান তার গুরু শাহিনকে সবার সঙ্গে পরিচয় করাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। প্রশ্ন রেখেছেন, ‌মানুষ কেন অতীত মুছে ফেলতে চায়, কোন লাভে?

এমন পোস্টের জবাবে ছেড়ে কথা বলেননি ইমরানও। রাশেদ হাসানের সেই পোস্ট শেয়ার করে রবিবার (৩০ অক্টোবর) বিকালে দীর্ঘ একটি বক্তব্য দেন তার ভক্ত-সমালোচকদের উদ্দেশে। তুলে ধরেন তার সকল শিক্ষাগুরুর কথা। একই সঙ্গে জানান, রাশেদ হাসান যে শাহিনকে তার গুরু বলে দাবি করছেন, তিনি মোটেও তা নন। বরং তাদের মধ্যকার সম্পর্ক বড় ভাই-ছোট ভাইয়ের মতো এখনও অবিচল। 

ইমরান লেখেন, ‌‘রাশেদ হাসান নামক এক ভদ্রলোক আমাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন যাকে আমি পার্সোনালি চিনি না, যিনি বেশ কিছু ভুল তথ্য প্রদান করেছেন। আমার গানের হাতেখড়ি যদি কারও কাছে হয়ে থাকে তিনি শ্রদ্ধেয় সুব্রত শ্যামল বিশ্বাস। এর পরবর্তীতে আমি যার কাছে গান শিখেছি তিনি শ্রদ্ধেয় রঞ্জিত কুমার মণ্ডল। এরপরে আমি আরও একজনের কাছে গান শিখেছি তিনি হলেন শ্রদ্ধেয় শাহজাহান কবির। জাতীয় বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকা ইন্টারভিউতে আপনারা এই তথ্যগুলো পাবেন। ভদ্রলোকের পোস্টে যে শাহিন ভাইয়ের কথা বলেছেন তাকে আমি ছোটবেলা থেকে চিনি। আমি তাকে বড়ভাইয়ের মতো শ্রদ্ধা করি তিনিও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। কিন্তু তার সাথে আমার সম্পর্ক কখনোই গুরু-শিষ্যের নয়, এটা শাহিন ভাই নিজেও ভালো মতো জানেন। পোস্টে যেই খেলাঘর আসরের কথা বলা হয়েছে সেই প্রতিষ্ঠানে আমি কখনও গান শিখতে যাইনি এবং সেখানে আমার হাতেখড়ির প্রশ্নই ওঠে না। সুর-সাকী সংগীত একাডেমিতে আমি যেতাম, সেখানে সাউন্ড সিস্টেম ছিল যা সেই এলাকাতে তখন খুবই দুর্লভ ছিল। এজন্য আমি শাহিন ভাই ও সুর-সাকী একাডেমির কাছে কৃতজ্ঞ। আমি সেখানে গিয়ে অনেকবার গান প্র্যাকটিস করেছি সেটা নিজের মতো। এর সাথে সংগীতের হাতেখড়ির কোনও সম্পর্ক নেই। তাই ভুল তথ্য প্রদান করে কোনও পোস্ট করা দায়িত্বহীন আচরণ।’ 

এমন পোস্টকে দায়িত্বহীন আচরণ বলে মনে করেন ইমরান। তিনি বলেন, ‘আমি এই ধরণের দায়িত্বহীন পোস্ট কারও কাছে আশা করি না। আমি আশা রাখি এরপর কেউ আর এমন ভুল তথ্য দিয়ে কোনও পোস্ট করবেন না, এতে বিভ্রান্তি ছড়ায়।’

যদিও ইমরান তার এই পোস্টে হাবিবকে ‘গুরু’ হিসেবে কেন দাবি করছেন, সেটির বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে পরে তিনি এই বিষয়ে জানান, ‘কোনও ওস্তাদের কাছে গানের তালিম নিলে যেমন গুরু হন তিনি, তেমনি কারও কাছ থেকে কম্পোজিশন শিখলে সেটাও একই অর্থ দাঁড়ায়। তাই নয়, দূর থেকে কাউকে আইডল মানা, গুরু মানা আর কারও কাছে হাতে-কলমে শাস্ত্রীয়সংগীত শেখা- দুটো যে সম্পূর্ণ ভিন্ন বিষয়; এ সম্পর্কে যারা বোঝেন না, তারা কেন এই ধরনের বিভ্রান্তিযুক্ত পোস্ট করে আমার বোঝে আসে না।’

এর আগে ২৭ অক্টোবর ইমরান মাহমুদুল বাংলা ট্রিবিউনকে জানান, প্রথমবারের মতো তার সুর-সংগীতে গেয়েছেন হাবিব ওয়াহিদ। আর এ ঘটনায় তিনি ভীষণ উচ্ছ্বসিত, আপ্লুত। স্বপ্ন পূরণের এই ঘোর এখনও কাটছে না তার।

ইমরান বলেন, ‘যার সুর এবং মিউজিক শুনে গান করার আগ্রহ-অনুপ্রেরণা পেয়েছি, সেই মানুষটির জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের। আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি। মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এতো দিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য।’

এক যুগ পেছনে ফিরে ইমরান জানালেন, ‘একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক বিশাল কিছু। ২০১০-এর দিকে আমি সেই যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে, বসের জিংগেল গাওয়ার জন্য, তাকে কাছ থেকে দেখার জন্য, তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম স্টুডিওতে। আজকে ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত; তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। শুধু এটুকু বলতে চাই, এটি আমার জন্য শুধু একটি গান না, অনেক বড় আবেগ।’

গানটির নাম ‘বোকামন’। এটি লিখেছেন রজত। গানটি ভিডিও আকারে প্রকাশ হবে শিগগিরই।

/এমএম/
সম্পর্কিত
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
সিনেমার আদলে ইমরানের ঈদ উপহার
সিনেমার আদলে ইমরানের ঈদ উপহার
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া