X
রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
২১ মাঘ ১৪২৯

সৃজিত-মিথিলার ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল টলিপাড়ায়

বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১৫:৪৩আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২১:২১

মেয়েকে নিয়ে থাইল্যান্ডে রাফিয়াত রশিদ মিথিলা। আর এদিকে সৃজিত মুখোপাধ্যায় কেরালায় ব্যস্ত শুটিংয়ে। মাসখানেক হলো সোশাল হ্যান্ডেলে সেভাবে তারকা দম্পতির কোনও প্রেমময় ছবি বা পোস্ট দেখা যায় না। পরিচালকের পোস্টে স্ত্রীর ছবি দেখা না গেলেও মেয়ে আইরাকে নিয়ে মাঝে-মধ্যেই পোস্ট করেন তিনি। এবার কানাঘুষা শোনা যাচ্ছে, সৃজিত-মিথিলার সংসারে নাকি ভাঙন ধরেছে! সেই জল্পনা আরও জোরদার হয়েছে দুই তারকার ইঙ্গিতপূর্ণ পোস্টে।

শনিবার (১২ নভেম্বর) সৃজিত ও মিথিলা প্রায় একই সময়ে যে যার সোশাল হ্যান্ডেলের দেয়ালে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। অভিনেত্রী নিজের বেশ কয়েকটা ছবি পোস্ট করে লেখেন, ‌‘কীভাবে জানবে যে প্রেমটা সত্যি? কীভাবে জানবে যে এই প্রেম ন্যায্য? এই প্রেম আর নেই এটা জানার আগে তুমি কতদূর যেতে পারো?’

সৃজিতের পোস্টেও বিরহের ছোঁয়া। পরিচালক লিখেছেন, ‘এখানে রাগের কিছু নেই। দোষারোপ দেওয়ারও প্রয়োজন নেই। প্রমাণ করারও কিছু নেই। সব কিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটি গাছ দাঁড়িয়ে। একা। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে... এবার আমার বিদায় নিতে হবে।’ 

তারকা দম্পতির এমন হেঁয়ালিভরা পোস্ট দেখে অনুরাগীরাও উদ্বিগ্ন। তাহলে কি সৃজিত-মিথিলার সংসারেও ভাঙন ধরলো? প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সপরিবারে সিনেমা দেখতে গিয়েছিলেন সৃজিত। সেই ছবিও দেখা গিয়েছিল। তবে মিথিলা-আইরার ব্যাংকক ট্যুরে অনুপস্থিত পরিচালক। মাঝে পরিচালক-ঘরণীর সঙ্গে অনেকের নামই জড়িয়েছে, তবে তা নিয়ে কোনোদিনই কেউ কোনও মন্তব্য করেনি। এবার এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে সৃজিত-মিথিলার দাম্পত্যে চিড় খুঁজে পেলেন অনুরাগীরা। দুজনের কেউই কিন্তু এই বিষয়ে কোনোরকম মুখ খোলেননি এখন পর্যন্ত।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অ্যালেন স্বপন ইজ ব্যাক, সঙ্গে মিথিলা! 
অ্যালেন স্বপন ইজ ব্যাক, সঙ্গে মিথিলা! 
বইয়ের মলাট থেকে সরাসরি লিট ফেস্টে আইরা ও তার মা
বইয়ের মলাট থেকে সরাসরি লিট ফেস্টে আইরা ও তার মা
ঊর্ধ্বশ্বাস পেরিয়ে স্থির হওয়ার পরিকল্পনা মিথিলার
ফিরে দেখা ২২, স্বাগতম ২৩ঊর্ধ্বশ্বাস পেরিয়ে স্থির হওয়ার পরিকল্পনা মিথিলার
দেশি তারকাদের বড়দিন: ঢাকা টু ক্যালিফোর্নিয়া, ভায়া কলকাতা
দেশি তারকাদের বড়দিন: ঢাকা টু ক্যালিফোর্নিয়া, ভায়া কলকাতা
বিনোদন বিভাগের সর্বশেষ
মাহফুজ আহমেদের ফেরা এবং দীর্ঘ আবেগী আলাপ
মাহফুজ আহমেদের ফেরা এবং দীর্ঘ আবেগী আলাপ
সর্বকালের সেরা বলিউড ছবির পথে ‘পাঠান’
সর্বকালের সেরা বলিউড ছবির পথে ‘পাঠান’
শোক সংবাদে শুরু, নবীন শিল্পীদের অপূর্ব পরিবেশনায় শেষ
‘কর্মশালা ও সংগীতে নবীনবরণ’শোক সংবাদে শুরু, নবীন শিল্পীদের অপূর্ব পরিবেশনায় শেষ
এবার নিজেই উপন্যাস লিখলেন ফেরদৌস
এবার নিজেই উপন্যাস লিখলেন ফেরদৌস
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে: হাসিমুখে কনে হাজির, বরের হলো বিলম্ব!
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে: হাসিমুখে কনে হাজির, বরের হলো বিলম্ব!