X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্রাজেন্টিনা নিয়ে রাজ-পরীর ব্যয়বহুল প্রমিজ!

বিনোদন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৩ ডিসেম্বর ২০২২, ০১:১৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৩৫

ফুটবলের দুই পরাক্রমশালী দল ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে দেশে কতটা উচ্ছ্বাস-উন্মাদনা, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। চলমান কাতার বিশ্বকাপে বিষয়টি আরও প্রবলভাবে প্রমাণিত হচ্ছে।  ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার অন্তর্জাল যুদ্ধে প্রতি মুহূর্ত সোশ্যাল মিডিয়া সরগরম। 

পিছিয়ে নেই তারকারাও। ফুটবলের পাগলা ভক্তের মতো তারাও মাতছেন তর্ক-বিতর্কে। এই সূত্রে তারকাদের প্রিয় দলের খবরও জানছেন ভক্তরা। 

চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের মনের মিল হলেও মেলেনি ফুটবলের সমর্থন সমীকরণ। লিওনেল মেসির আর্জেন্টিনা বলতেই আহ্লাদি পরী, অন্যদিকে নেইমারের ব্রাজিলের শক্ত সমর্থক রাজ। সুতরাং তাদের ঘরের মধ্যে ফুটবল ঘিরে একটা চাপা উত্তাপ সর্বদা বিরাজমান। যে তাপ গড়ালো বন্দরনগরী চট্টগ্রামেও। 

চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতের ঘড়িতে তখন প্রায় ১২টা (শুক্রবার দিনগত রাত)। ঢাকা থেকে আগত সাংবাদিকদের সঙ্গে আলাপে বসলেন রাজ-পরী। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তারা চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স শাখার উদ্বোধনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন। সেই সুবাদেই গণমাধ্যমের মুখোমুখি দু’জন।

সমর্থনে পক্ষ-বিপক্ষ হলেও দিনশেষে তারা স্বামী-স্ত্রী। তাই হোটেলের আড্ডায় প্রশ্ন উঠলো, প্রিয় দলের বিজয়ে কে কী করবেন! 

প্রশ্নটা সরাসরি ছিলো এমন, চলমান বিশ্বকাপে ব্রাজিল জয়লাভ করলে পরীকে কী উপহার দেবেন রাজ? এমন প্রশ্নের জবাবে রাজের প্রমিজ, ‘ব্রাজিল জিতলে আমি পরীকে ইউরোপ ট্যুরে নিয়ে যাবো। ব্রাজিল সমর্থক হিসেবে এটাই আমার উপহার হবে।’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরী-রাজ এরপর প্রাসঙ্গিকভাবেই প্রশ্নটা চলে যায় পরীর দিকে। আহ্লাদি হাসির সঙ্গে নায়িকা বললেন, ‘আর্জেন্টিনা জিতলে রাজকে আমি আর্জেন্টিনায় নিয়ে যাবো।’ 

যদিও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলাই এখনও শুরু হয়নি। এই ধাপের সঙ্গে পরবর্তী ধাপগুলো পেরিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল জয়ের উল্লাসে মাতবে, তা এখনও সম্পূর্ণ অনিশ্চিত। তবে যদি এমনটা ঘটে, তাহলে রাজ-পরী তাদের কথার বাস্তবায়ন করবেন, নাকি এটাকে স্রেফ বিশ্বকাপ উন্মাদনার সাময়িক মজার খাতায় রেখে দেবেন, সেটা সময়ই বলে দেবে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য