X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ব্রাজেন্টিনা নিয়ে রাজ-পরীর ব্যয়বহুল প্রমিজ!

বিনোদন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৩ ডিসেম্বর ২০২২, ০১:১৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৩৫

ফুটবলের দুই পরাক্রমশালী দল ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে দেশে কতটা উচ্ছ্বাস-উন্মাদনা, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। চলমান কাতার বিশ্বকাপে বিষয়টি আরও প্রবলভাবে প্রমাণিত হচ্ছে।  ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার অন্তর্জাল যুদ্ধে প্রতি মুহূর্ত সোশ্যাল মিডিয়া সরগরম। 

পিছিয়ে নেই তারকারাও। ফুটবলের পাগলা ভক্তের মতো তারাও মাতছেন তর্ক-বিতর্কে। এই সূত্রে তারকাদের প্রিয় দলের খবরও জানছেন ভক্তরা। 

চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের মনের মিল হলেও মেলেনি ফুটবলের সমর্থন সমীকরণ। লিওনেল মেসির আর্জেন্টিনা বলতেই আহ্লাদি পরী, অন্যদিকে নেইমারের ব্রাজিলের শক্ত সমর্থক রাজ। সুতরাং তাদের ঘরের মধ্যে ফুটবল ঘিরে একটা চাপা উত্তাপ সর্বদা বিরাজমান। যে তাপ গড়ালো বন্দরনগরী চট্টগ্রামেও। 

চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতের ঘড়িতে তখন প্রায় ১২টা (শুক্রবার দিনগত রাত)। ঢাকা থেকে আগত সাংবাদিকদের সঙ্গে আলাপে বসলেন রাজ-পরী। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তারা চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স শাখার উদ্বোধনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন। সেই সুবাদেই গণমাধ্যমের মুখোমুখি দু’জন।

সমর্থনে পক্ষ-বিপক্ষ হলেও দিনশেষে তারা স্বামী-স্ত্রী। তাই হোটেলের আড্ডায় প্রশ্ন উঠলো, প্রিয় দলের বিজয়ে কে কী করবেন! 

প্রশ্নটা সরাসরি ছিলো এমন, চলমান বিশ্বকাপে ব্রাজিল জয়লাভ করলে পরীকে কী উপহার দেবেন রাজ? এমন প্রশ্নের জবাবে রাজের প্রমিজ, ‘ব্রাজিল জিতলে আমি পরীকে ইউরোপ ট্যুরে নিয়ে যাবো। ব্রাজিল সমর্থক হিসেবে এটাই আমার উপহার হবে।’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরী-রাজ এরপর প্রাসঙ্গিকভাবেই প্রশ্নটা চলে যায় পরীর দিকে। আহ্লাদি হাসির সঙ্গে নায়িকা বললেন, ‘আর্জেন্টিনা জিতলে রাজকে আমি আর্জেন্টিনায় নিয়ে যাবো।’ 

যদিও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলাই এখনও শুরু হয়নি। এই ধাপের সঙ্গে পরবর্তী ধাপগুলো পেরিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল জয়ের উল্লাসে মাতবে, তা এখনও সম্পূর্ণ অনিশ্চিত। তবে যদি এমনটা ঘটে, তাহলে রাজ-পরী তাদের কথার বাস্তবায়ন করবেন, নাকি এটাকে স্রেফ বিশ্বকাপ উন্মাদনার সাময়িক মজার খাতায় রেখে দেবেন, সেটা সময়ই বলে দেবে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
একসঙ্গে হলিউডের ৪ সিনেমা বাংলাদেশে
এ সপ্তাহের সিনেমাএকসঙ্গে হলিউডের ৪ সিনেমা বাংলাদেশে
রাজকে দেখে ভয় পেয়েছি: চঞ্চল চৌধুরী
রাজকে দেখে ভয় পেয়েছি: চঞ্চল চৌধুরী
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা