X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

উত্তাল রাজনীতির ‘১/১১’ এবার সিনেমায়?

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৭:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৯:০৭

একবিংশ শতকে দেশের রাজনৈতিক পরিস্থিতির অন্যতম ঘটনা ‘১/১১’ কিংবা ‘ওয়ান ইলেভেন’। ২০০৭ সালের শুরুতেই বিএনপি-জামায়াত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় ভয়ানক অবস্থা। ১১ জানুয়ারি দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। নানান নাটকীয়তার পর গঠিত হয় সেনানিয়ন্ত্রিত ফখরুদ্দীন আহমদের ‘অন্তর্বর্তীকালীন সরকার’। এই ঘটনাই পরবর্তীতে ‘ওয়ান ইলেভেন’ আখ্যা পায়।
 
১৫ বছর আগের সেই ঘটনার রেশ টানার পেছনে কারণ রয়েছে। তা হলো, একই নামে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বানাচ্ছেন সাংবাদিক কামরুল ইসলাম রিফাত। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।
 
প্রশ্ন হলো, ২০০৭ সালের সেই ‘ওয়ান ইলেভেন’ ঘিরেই কি ছবিটির গল্প এগোবে? তবে কি সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ কিংবা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে! হ্যাঁ বা না, কোনও জবাবই দিলেন না নির্মাতা। কেবল এতটুকু জানালেন, ছবিটি থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে।

যদিও ওয়ান ইলেভেনের ঘটনা যেকোনও থ্রিলার সিনেমাকেও হার মানাতে সক্ষম!

নির্মাতা রিফাত বলেন, ‘ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাঁচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তি ভরা উত্তর। এই চলচ্চিত্র সে গল্প বলবে। এর বেশি এখনই কিছু বলতে চাই না আমরা।’

‘ওয়ান ইলেভেন’-এর পাণ্ডুলিপি হাতে অভিনেতা-নির্মাতা নির্মাতা জানান, ২০২১ সালের অক্টোবরে সিনেমাটির গল্প-ভাবনার সূচনা হয়। গল্পটি রচনা করেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ মোজাফফর হোসেনের। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মতিয়া বানু শুকু।

রিফাত জানান, আগামী এপ্রিল-মে মাসের দিকে শুরু হবে ‘ওয়ান ইলেভেন’র শুটিং। তার আগেই ঘোষণা করা হবে সিনেমাটির অন্যান্য শিল্পীর নাম।
 
প্রসঙ্গত, টিভি পর্দার নন্দিত তারকা আফজাল হোসেনকে সিনেমায় পাওয়া গেছে কালেভদ্রে। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে তার অভিনীত সিনেমার সংখ্যা মোটে এক হালি! দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি ‘যাপিত জীবন’ নামে একটি সিনেমায় কাজ করেছেন। যেটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এরপর সালাহউদ্দিন জাকীর নির্মাণে ‘অপরাজেয়’ নামের আরেকটি সিনেমায় কাজ শুরু করেন অভিনেতা। 

সিনেমার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও ব্যস্ত সময় পার করছেন আফজাল হোসেন। ‘বোধ’, ‘কারাগার’ কিংবা ‘পেট কাটা ষ’ ইত্যাদি ওয়েব সিরিজে নিজের দ্যুতি ছড়াতে কার্পণ্য করেননি তিনি।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব