X
সোমবার, ২০ মার্চ ২০২৩
৬ চৈত্র ১৪২৯

স্পর্শিয়ার নতুন ছবি ‘এখানে নোঙর’

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:৫৮

‘কাঠবিড়ালী’ হয়ে ‘আবার বসন্ত’; নায়িকা অর্চিতা স্পর্শিয়া নিজেকে টেনে নিচ্ছেন বেশ সচেতনভাবে। টিভি পর্দা ছেড়েছেন বহু আগে। শেষ ক’বছর সিনেমা বা ওয়েবে কাজ করছেন একেবারে বেছে বেছে। যতটা নাকউঁচু অভিনেত্রী নিকট অতীতে আর দেখা যায়নি। 

সেই স্পর্শিয়া শেষ মুগ্ধতা ছড়ান ওয়েব সিরিজ ‘বোধ’-এ, নন-গ্ল্যামারাস চরিত্রে অনবদ্য অভিনয় করে। এটা গত বছরের শেষ সময়ের ঘটনা। নতুন বছরের প্রথম খবর হিসেবে অর্চিতা জানান নতুন সিনেমার কথা। 

নাম ‘এখানে নোঙর’। ছবিটি পরিচালনা করছেন মেহেদী রনি। এতে স্পর্শিয়াকে দেখা যাবে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে। সারেং চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। অন্যান্য চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

স্পর্শিয়া বলেন, ‘যে গল্প আমাকে টানে, অভিনয় করার জায়গা থাকে, সেটাতেই অভিনয় করি। সেটা ছোট চরিত্র হলেও আপত্তি নেই। এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার পেছনেও একই গল্প। আশা করছি ভালো গল্পের একটা সিনেমা হবে এটি।’

অর্চিতা স্পর্শিয়া। ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই ছবির শুটিং। নির্মাতা জানান, মানিকগঞ্জের পর ছবির বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হবে বরিশাল অঞ্চলে। 

নির্মাণ শেষে ছবিটি আরটিভি প্লাস অ্যাপে মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।

অর্চিতা অভিনীত সরকারি অনুদানের ছবি ‘ফিরে দেখা’ মুক্তি দেওয়ার কথা রয়েছে চলতি বছরে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিবর। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রকস্টার থেকে দর্জি, অতঃপর সারেং
রকস্টার থেকে দর্জি, অতঃপর সারেং
অমিতাভ রেজার ‘বোধ’ উদয় হবে এক সপ্তাহ পর
অমিতাভ রেজার ‘বোধ’ উদয় হবে এক সপ্তাহ পর
অস্ত্রোপচারের টেবিলে স্পর্শিয়া
অস্ত্রোপচারের টেবিলে স্পর্শিয়া
নিখোঁজ বাবাকে খুঁজছেন স্পর্শিয়া! (ভিডিও)
নিখোঁজ বাবাকে খুঁজছেন স্পর্শিয়া! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!
অমিতাভের শরীরে নতুন রোগ
পায়ের ব্যথায় ঘরবন্দী, বলছেন দেখা হবে র‌্যাম্পে!
যে কারণে হত্যার হুমকি থেকে মুক্তি পাচ্ছেন না সালমান
যে কারণে হত্যার হুমকি থেকে মুক্তি পাচ্ছেন না সালমান