X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কলকাতায় সিয়ামের প্রস্তুতি ও বুম্বাদা অভিজ্ঞতা

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১১:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২

কাজের সুবাদে ঢাকার সিয়াম আহমেদ এখন নিয়মিত যাতায়াত করছেন কলকাতায়। সেখানে পরপর দুটো সিনেমায় যুক্ত হয়েছেন। দুটি ছবির শুটিংই হবে ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই। তাই চরিত্রের জন্য প্রস্তুতির সময় খুব বেশি পাবেন না, এটা আগেই অনুধাবন করেছেন সিয়াম ও তার টিম। সেজন্যই আগেভাগে সেরে এসেছেন প্রস্তুতি পর্ব।
 
কলকাতা সফর সেরে সম্প্রতি ঢাকায় ফিরেছেন সিয়াম। এরপর বাংলা ট্রিবিউনকে জানালেন তার টলি ভ্রমণের অভিজ্ঞতা। সোজাসাপ্টা কথায় সিয়াম বললেন, ‘সিনেমাটির জন্য যতটা প্রস্তুত হওয়া যায়, সবটাই সেরে এসেছি। যাতে শুটিংয়ে ঠিকঠাক আউটপুট দিতে পারি। পরপর দুটো সিনেমার শিডিউল দেওয়া। একটা শেষ করে আরেকটাতে ঢোকার জন্য খুব একটা সময় পাবো না। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখলাম।’

চরিত্রের লুক থেকে শুরু করে সংলাপ, বিভিন্ন বিষয়ের রিহার্সাল করেছেন সিয়াম ও সহশিল্পীরা। তাই টলিউডের নির্মাতা-শিল্পীদের সঙ্গে প্রাথমিক কাজের অভিজ্ঞতা লেনাদেনা হয়েছে। সেটা কেমন? সিয়ামের জবাব, ‘এখনও পর্যন্ত বেশ ইতিবাচক। শুটিংয়ের সময় আমার অভিনয়ের বিপরীতে যদি ভিন্ন রিঅ্যাকশন আসে, তার বিপরীতে তো আমার আরেকটা কিছু করতে হবে; অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। সেজন্য শিল্পীরা একসঙ্গে যখন রিহার্সাল করেন, তখন তাদের মধ্যে বোঝাপড়াটা বাড়ে। এক্ষেত্রে সবাই একে-অপরের চেনা। আমিই আসলে বলতে গেলে নতুন। প্রথমবার কাজ করছি। তাই এই রিহার্সালটা আমার জন্য বেশি দরকার ছিলো। যাতে তাদের সঙ্গে আমার কমফোর্ট জোন তৈরি হয়। আমার মনে হয়, সেটা বেশ খানিকটা হয়েছে।’

এবার একটু প্রজেক্টটি নিয়ে পরিষ্কার হওয়া যাক। এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। নির্মাণ করছেন সায়ন্তন ঘোষাল। এতে সিয়ামের বিপরীতে থাকছেন আয়ুষী তালুকদার। এছাড়াও দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জি ও পূজা চ্যাটার্জিকে। 

মহড়ার সুবাদে টলিউড কিংবদন্তি প্রসেনজিতের সঙ্গেও বেশ খানিকটা সময় কাটিয়েছেন সিয়াম। একে-অপরের পেশা ও ব্যক্তিগত নানা বিষয়ে আলাপ করেছেন। পুরো টলিউড যাকে মাথার তাজ মনে করে, সেই তারকাকে তো পর্দায় সিয়ামও আগে দেখেছেন। কিন্তু বাস্তবে আসলে বুম্বাদা মানুষ হিসেবে কেমন?
 
সিয়াম আহমেদ সিয়ামের কণ্ঠে মুগ্ধতাই পাওয়া গেলো। বললেন, “খুব হেল্পফুল। ওনার যে অভিজ্ঞতা, টলিউডে ওনার যে অবদান, সে হিসেবে তাকে অনেক সহযোগী মনোভাবের মনে হয়েছে। তারকারা সিনিয়র হয়ে যাওয়ার পর একেকজন একেক বিষয়ে রিঅ্যাক্ট করেন, তার সঙ্গে যতক্ষণ কথা বলেছি, মনে হয়েছে দুজন শিল্পী তাদের সার্বিক বিষয়ে আলাপ করছে। নতুন কাজ, প্ল্যান ইত্যাদি নিয়ে কথা বলছে। গত ২০ জানুয়ারি যেমন ওনার একটা সিনেমা মুক্তি পেয়েছে, আমারও; তো আমরা দুজন দুজনের সিনেমার খবর নিয়েছি। উনি আমাকে বলেছেন, ‘বাবু তোর তো ওখানে (ঢাকায়) থাকা উচিত ছিলো। তাড়াতাড়ি যা, গিয়ে প্রমোশনটা ঠিকমতো কর।’ তো, সবমিলিয়ে ওনার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আড্ডাই হয়েছিলো।”

প্রসঙ্গত, ভারতে সিয়ামের প্রথম চুক্তিবদ্ধ হওয়া সিনেমা ‘ইন দ্য রিং’। যেটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা অলকা রাঘুরাম। এই ছবিতে সিয়াম স্ক্রিন শেয়ার করবেন বলিউড তারকা জাভেদ জাফরি ও মিথিলা পালকারের সঙ্গে। ছবিটি নির্মিত হবে হিন্দি ও তেলুগু ভাষায়। সিযাম আহমেদ

/কেআই/এমএম/
সম্পর্কিত
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
বিনোদন বিভাগের সর্বশেষ
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়