X
রবিবার, ০২ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯

বই আকারে ‘শিরোনামহীন’র গানের অ্যালবাম

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৫

বই কেনাবেচা এবং বইকেন্দ্রিক আড্ডা-আলোচনার সবচেয়ে বড় আয়োজন একুশে বইমেলা। বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে বাঙালির আবেগ-ভালোবাসায় মিশে যাওয়া এই মেলা শুরু হয়েছে। বইমেলায় মূলত নতুন নতুন বই প্রকাশিত হয়, বিক্রি হয়। তবে এবার একটি ভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। তাদের নতুন অ্যালবাম প্রকাশ হবে বইমেলায়।

অ্যালবামটির নাম ‘দ্য অনলি হেডলাইনার’। এটি ‘শিরোনামহীন’র সপ্তম অ্যালবাম। যা সাজানো হয়েছে ২০টি লাইভ পারফরম্যান্সসহ মোট ২২টি কনটেন্ট দিয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি শিখা প্রকাশনীর স্টলে (৪৩-৪৬) এর মোড়ক উন্মোচন করা হবে।

চমকপ্রদ ব্যাপার হলো, এই অ্যালবাম প্রকাশ হচ্ছে বই আকারে। এর পাতায় পাতায় থাকছে গান, গানের কথা এবং তার পেছনের গল্পগুলো। এছাড়া ইউটিউব লিংকের কিউআর কোড থাকছে, যা স্ক্যান করলেই শ্রোতারা অ্যালবামের গানগুলো পেয়ে যাবেন। ঘরে বসেও রকমারি ডটকমের মাধ্যমে অ্যালবামটি সংগ্রহ করা যাবে।

ব্যতিক্রমী এই প্রজেক্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেন, “শিরোনামহীন’ পরিশ্রমী ব্যান্ড। আমরা আশ্বাসবাণী ও বিভ্রান্তিকর কথায় নয়, কাজে বিশ্বাসী। ‘শিরোনামহীন’ দিকনির্দেশনা দিতে পারলো যে লক্ষ্যের প্রতি অটল বিশ্বাস এবং সততা থাকলে কীভাবে শত সংকট, বাধাবিপত্তি, সীমাবদ্ধতা ও প্ররোচনা পেরিয়ে অর্জন প্রতিষ্ঠিত হয়।”

‘দ্য অনলি হেডলাইনার’ মূলত ‘শিরোনামহীন’র ২৫ বছর পূর্তি উদযাপনের শেষ অধ্যায়। বছরব্যাপী আয়োজনে তারা এই রজতজয়ন্তী উদযাপন করেছে। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বড় কনসার্ট; যেখানে প্রথমবারের মতো রক ব্যান্ড হিসেবে মুম্বাই সিম্ফনি অর্কেস্টা ও ঢাকা সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পারফর্ম করেছিল ‘শিরোনামহীন’।

অ্যালবাম কিংবা বইয়ের প্রচ্ছদ ওই কনসার্টে ‘শিরোনামহীন’র সঙ্গে জনপ্রিয় অন্যান্য ব্যান্ডের তারকারাও পারফর্ম করেছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন লিংকন ডি কস্তা, শিশির, রাফা, প্রবর রিপন, বখতিয়ার, বাপ্পা মজুমদার, তূর্য্য, পলাশ, প্রান্ত, সামিত, জাহেদ, মোকাররম প্রমুখ। কয়্যারের জন্য পারফর্ম করেছে ঘাসফড়িং কয়্যার দল। এই আয়োজনের নোটেশন বইয়ের কপি ইতোমধ্যে প্যারিসের রয়্যাল ফিলহারমোনিক সোসাইটিতে সংরক্ষিত হয়েছে বলে জানান ‘শিরোনামহীন’র সদস্যরা।

ব্যান্ডটির বছরব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
জিয়া-কনকের ‘পারাপার’: আক্ষেপের বিরান চরে সতেজ বৃক্ষ (ভিডিও)
জিয়া-কনকের ‘পারাপার’: আক্ষেপের বিরান চরে সতেজ বৃক্ষ (ভিডিও)
শিরোনামহীনের বাইরে জিয়াউর রহমান!
শিরোনামহীনের বাইরে জিয়াউর রহমান!
প্রাণের মেলা সাঙ্গ হলো
প্রাণের মেলা সাঙ্গ হলো
আজকের নির্বাচিত বই
আজকের নির্বাচিত বই
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন
নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন
চট্টগ্রামে শুটিংয়ের ফাঁকে ইফতার বিতরণে ব্যস্ত আফরান নিশো (ভিডিও)
চট্টগ্রামে শুটিংয়ের ফাঁকে ইফতার বিতরণে ব্যস্ত আফরান নিশো (ভিডিও)
আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ
রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগআইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা