X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯

ভালোবাসা দিবসে স্বামী-স্ত্রী হয়ে আসছেন অপূর্ব ও পায়েল

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪২

টিভি নাটকের ব্যস্ততম তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তবে সাম্প্রতিক সময়ে তিনি ঝুঁকছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে। হাতে রয়েছে একাধিক ওয়েব-প্রজেক্ট। ফলে নাটকের অপূর্বকে দর্শক কিছুটা মিস করছেন বটে।

আসন্ন ভালোবাসা দিবসে অবশ্য অপূর্বের নাটকের ভাটা কেটে যাবে। কারণ, ভ্যালেন্টাইন উপলক্ষে তিনি বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। এরমধ্যে একটি হলো ‘ঈর্ষা’। ১৪ ফেব্রুয়ারিকে সামনে রেখে এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

মেজবাহউদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।

নির্মাতা সৈয়দ শাকিল জানালেন, তুর্জ ও রাত্রি নামের এক নবদম্পতির গল্পে এগিয়েছে ‘ঈর্ষা’। এতে বিচ্ছেদের বিষণ্ণ সুর যেমন আছে, তেমনি আছে ভালোবাসার মিষ্টতা। গল্পের তুর্জ ও রাত্রির ভূমিকায় থাকছেন যথাক্রমে অপূর্ব ও পায়েল।

তুর্জ ও রাত্রির ভূমিকায় অপূর্ব-পায়েল এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে অপূর্বের আরও কয়েকটি নাটক প্রচার হবে। এরমধ্যে রয়েছে তৌফিকুল ইসলাম পরিচালিত ‘ফিরে এসো সুরঞ্জনা’, বি ইউ শুভর নির্মাণে ‘বেঁচে থাকুক ভালোবাসা’, রুবেল হাসানের ‘ওভার স্মার্ট’ ইত্যাদি।

ওটিটিতে অপূর্বের নতুন চমক ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশুর পরিচালনায় সিরিজটির কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষা। তবে বলাবলি হচ্ছে, এর গল্পে প্রয়াত নায়ক সালমান শাহর ঘটনার ছায়া রয়েছে। তাই সিরিজটির মুক্তি আটকাতে ব্যবস্থা নিয়েছে সালমান শাহর পরিবার। কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
অপূর্বের সঙ্গে প্রথমবার তটিনী
অপূর্বের সঙ্গে প্রথমবার তটিনী
‘বুকের মধ্যে আগুন’ নিয়ে এবার পুলিশ কর্মকর্তাদের ক্ষোভ!
‘বুকের মধ্যে আগুন’ নিয়ে এবার পুলিশ কর্মকর্তাদের ক্ষোভ!
সবার কাছে ‘পরিষ্কার’, তবু অস্বীকার করছেন অপূর্ব!
সালমান শাহকে নিয়ে ‘বুকের মধ্যে আগুন’সবার কাছে ‘পরিষ্কার’, তবু অস্বীকার করছেন অপূর্ব!
সালমান শাহ্ পরিবারের আপত্তি সত্ত্বেও মুক্তি পেলো ‘বুকের মধ্যে আগুন’
সালমান শাহ্ পরিবারের আপত্তি সত্ত্বেও মুক্তি পেলো ‘বুকের মধ্যে আগুন’
বিনোদন বিভাগের সর্বশেষ
বব ডিলানের ফেসবুক পোস্টে ৫১ বছর আগের বাংলাদেশ
বব ডিলানের ফেসবুক পোস্টে ৫১ বছর আগের বাংলাদেশ
কারিনার ইঙ্গিত, ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল আসছে!
কারিনার ইঙ্গিত, ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল আসছে!
শাকিব-পূজা: গত ঈদে সঙ্গী, এই ঈদে প্রতিদ্বন্দ্বী!
শাকিব-পূজা: গত ঈদে সঙ্গী, এই ঈদে প্রতিদ্বন্দ্বী!
২৬ মার্চ রাতে ২৫ মার্চের গল্প
২৬ মার্চ রাতে ২৫ মার্চের গল্প
রাজনীতিক রাঘব চাড্ডার প্রেমে পরিণীতি চোপড়া! 
রাজনীতিক রাঘব চাড্ডার প্রেমে পরিণীতি চোপড়া!