X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্মৃতিতে বুলবুল এবং তার গানের ইতিহাস নিয়ে বই

বিনোদন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২

লেখা, সুর আর সংগীতায়োজন; এই তিন ক্ষেত্রে যিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার সৃষ্ট যত গান কালজয়ী হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মে জনপ্রিয় হয়েছে, সেটা একপ্রকার বিস্ময় বটে!

নন্দিত এই সংগীতজ্ঞ মারা গেছেন ২০১৯ সালের ২২ জানুয়ারি। কিন্তু তার রেখে যাওয়া গান আর অন্তহীন স্মৃতিগুলো গেঁথে আছে সবার হৃদয়ে। এবার সেই স্মৃতিগুলোই বইয়ের পাতায় উঠে আসলো। তাকে ঘিরে একটি স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন লেখক ও গীতিকবি গাজী তানভীর আহমদ।

বইটির নাম ‘বাংলা সংগীতের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মারকগ্রন্থ’। অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে আদিল প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে। গেলো ১৬ ফেব্রুয়ারি বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফসহ অনেকে। 

এই স্মারকগ্রন্থে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বর্ণিল জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে। রয়েছে পরিবার, বন্ধু, একাত্তরের সহযোদ্ধা, সহকর্মী ও গবেষক-বিশ্লেষকদের স্মৃতিচারণ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা-প্রযোজক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পীসহ বহু মানুষের মূল্যবান লেখা বইটিতে জায়গা করে নিয়েছে।

এছাড়াও এই স্মারকগ্রন্থে রয়েছে দেশের বিশিষ্ট লেখকদের নিবেদিত ছড়া ও কবিতা, আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্বরচিত কবিতা, নিজস্ব হাতের লেখা, কালজয়ী দেশাত্মবোধক, চলচ্চিত্র ও অ্যালবামের নির্বাচিত ১০০ গানের নেপথ্য ইতিহাসসহ সম্পূর্ণ গীতিকবিতা।

সম্পাদক গাজী তানভীর আহমদের প্রত্যাশা, ‘এসব স্মৃতি ও গানের ইতিহাসের মধ্য দিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুলের অবিস্মরণীয় জীবনের গল্প সংরক্ষিত থাকবে। সেই সঙ্গে নতুন প্রজন্মও তার সম্পর্কে জানতে পারবে।’

/কেআই/
সম্পর্কিত
বইমেলা শেষ, কবে স্বরূপে ফিরবে সোহরাওয়ার্দী উদ্যান?
বইমেলা শেষ, কবে স্বরূপে ফিরবে সোহরাওয়ার্দী উদ্যান?
ব্রহ্মপুত্রপাড়ে পণ্ডিত বইমেলা, থাকবেন ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাহিত্যিক ও শিল্পী
ব্রহ্মপুত্রপাড়ে পণ্ডিত বইমেলা, থাকবেন ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাহিত্যিক ও শিল্পী
সাঙ্গ হলো প্রাণের মেলা
সাঙ্গ হলো প্রাণের মেলা
বইমেলায় বিক্রি ৬০ কোটি টাকা, দর্শনার্থী ৬০ লাখ
বইমেলায় বিক্রি ৬০ কোটি টাকা, দর্শনার্থী ৬০ লাখ
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
কান উৎসব ২০২৪বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি