X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

প্রেম নিয়ে দ্বিধায় নুসরাত, বাঁধলেন গান! 

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ২০:৪৩আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:৫৩

ঈদ কড়া নাড়ছে দরজায়। চারপাশে চলছে উৎসব ঘিরে নানা প্রস্তুতি। অথচ দুই বাংলার নায়িকা নুসরাত ফারিয়া পড়ে আছেন প্রেম বিষয়ক দোটানায়!

আসছে ঈদ উৎসবে এই নায়িকাকে পাওয়া যাচ্ছে তেমনই এক মোড়কে। হাজির হচ্ছেন জমকালো আয়োজনের একটি গানচিত্র নিয়ে। নাম তার ‘বুঝি না তো তাই’।

এর আগেও চার চারটি গানচিত্র প্রকাশ করে মাত করেছেন এই নায়িকা। বিশেষ করে তার কণ্ঠ ও নাচে ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ আর ‘হাবিবি’ গানগুলো মুগ্ধতা ছড়িয়েছে বিশ্বজুড়ে। আসছে ঈদে সেই ধারাবাহিকতাই থাকছে ‘বিবাহ অভিযান’ নায়িকার পক্ষ থেকে।

ফারিয়া জানান, গানচিত্রটি ঈদ উৎসবে প্রকাশ হচ্ছে ভারতের বিখ্যাত ব্যানার এসভিএফ মিউজিক থেকে। বাঁধনের কথায় গানটিতে নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সংগীত পরিচালক বলিউডের নামকরা র‌্যাপার মুমজি স্ট্রেঞ্জার।

মুমজির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নুসরাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুমজি বলিউডের র‌্যাপার-মিউজিক ডিরেক্টর। যদিও সে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। মানুষ হিসেবে সে অসাধারণ। এত কোঅপারেটিভ মানুষ আমি কাজের দুনিয়ায় খুব কম পেয়েছি।’ 

গানচিত্রটির শুটিং এরমধ্যে শেষ। এতে নুসরাত-মুমজি দুজনেই অংশ নিয়েছেন টলিউডের বাবা যাদবের কোরিওগ্রাফিতে।

নুসরাত ফারিয়া কিন্তু ফারিয়ার এবারের গানটির বিষয়বস্তু কেমন? জবাবে গায়িকা বলেন, ‘এটা মূলত মজার গান। প্রেমে পড়া নিয়ে যে কনফিউশনটা তৈরি হয় অনেকের জীবনে, সেটাই তুলে ধরা হয়েছে।’

নুসরাত ভক্তরা জানেন নিশ্চয়ই, বিয়ে করা নিয়ে এই নায়িকা সম্প্রতি কনফিউশনে পড়েছিলেন। এবং আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এখনই বিয়েটা করছেন না। কারণ, চারপাশে বিয়ে-সংসার নিয়ে অনেক দোটানার গল্প রয়েছে। তবে কি সেই কনফিউশন থেকেই এই গানের জন্ম!

জবাবে সলজ্জ কণ্ঠে নায়িকা, ‘ইশ্! না না। এসব কিছু না। এটা নিখাদ একটা মজার গান।’

বলা দরকার, বিয়ে আর প্রেম নিয়ে কনফিউশনে থাকলেও নায়িকা সদ্য শেষ করেছেন টলিউডের সিনেমা সৌমিক হালদারের ‘আবার বিবাহ অভিযান’। যা মুক্তি পাচ্ছে ৮ জুন। সঙ্গে শেষ করেছেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজ। বিপরীতে বাংলাদেশে চলছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং। নুসরাত ফারিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
‘মুজিব’ সিনেমার জন্য অনুশোচনায় ভোগেন না ফারিয়া
‘মুজিব’ সিনেমার জন্য অনুশোচনায় ভোগেন না ফারিয়া
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
ফিরছেন ফারিয়া, পোস্টারে ‘হাহা’ রিঅ্যাক্টের ঢল!
ফিরছেন ফারিয়া, পোস্টারে ‘হাহা’ রিঅ্যাক্টের ঢল!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী