X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ১৭:০১আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৭:০১

দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ‘আর্বোভাইরাস’র পথচলা দুই দশকের বেশি সময়ের। এর মধ্যে প্রায় পুরোটা জুড়েই ফ্রন্টলাইন তথা ভোকালে থেকেছেন সুফি ম্যাভরিক। তার কণ্ঠেই ব্যান্ডটিকে ভালোবেসেছে শ্রোতারা। কিন্তু গত বছরের জুনে দলছুট হন সুফি। এরপর ২৩ সেপ্টেম্বর ব্যান্ডের সঙ্গে শেষ কনসার্ট সেরে একেবারে বিদায় নেন তিনি।
 
সুফিহীন ‘আর্বোভাইরাস’ কেমন হবে, এ নিয়ে দ্বিধা-কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। অবশেষে সেটারও অবসান হলো। কারণ ব্যান্ডটিতে নতুন ভোকাল যুক্ত হয়েছেন। তার নাম শাহান কামাল উদয়। আর তার কণ্ঠে নতুন গানও এসে গেছে।
 
গানের শিরোনাম ‘অনুভূতি’। গত ৩০ মার্চ ব্যান্ডের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। এটি তাদের চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’র প্রথম গান। ফলে বোঝাই যাচ্ছে, নতুন ভোকাল নিয়ে পুরোদমেই কাজে নেমেছে ব্যান্ডটি। 

কিন্তু নতুন কণ্ঠে ‘আর্বোভাইরাস’র গান কতটা জমলো? কী বলছেন শ্রোতারা? সেদিকে নজর দিলে স্বস্তির দেখাই মেলে। প্রায় সব শ্রোতার কাছ থেকেই আসছে ইতিবাচক সাড়া। মিজানুর রহমান নামের এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সুফি ম্যাভরিকের স্থলাভিষিক্ত করা সহজ না। তবে নতুন সমন্বয় দারুণ কাজ করেছে। শুভকামনা। নতুন কণ্ঠ ও অসাধারণ গানের সঙ্গে দারুণ ফিরে আসা।’ ওমর ফারুক নামের আরেক ভক্তের মতে, ‘নতুন ভাবনা, নতুন সদস্য, হতাশ করেনি। গানটার প্রেমে পড়ে গেলাম। প্রশংসার যোগ্য।’

শুধু সাধারণ শ্রোতা নয়, ব্যান্ড সমাজের দাপুটে সদস্য, ‘শিরোনামহীন’র প্রাণভোমরা জিয়াউর রহমান জিয়ার কাছ থেকেও এলো প্রশংসা। তিনি বর্তমানে রয়েছেন কাশ্মীর সফরে। সেখান থেকেই বার্তা দিলেন এভাবে, “সকাল সকাল ‘আর্বোভাইরাস’র গান শুনলাম, ‘অনুভুতি’। এই গুলমার্গের ঠাণ্ডায় বেশ একটা উষ্ণ অনুভূতি এনে দিলো। ইউনিক আইডিয়ার ক্ষেত্রে কখনোই আর্বো’র তুলনা ছিলো না, এখনও নেই। কী সিম্পল অথচ শৈল্পিক ভিডিও, কী গিটার, কী প্রডাকশন। ভয়েসটাও মানিয়ে গেছে।” 

এছাড়া ব্যান্ড তারকা শেখ ইশতিয়াক (শিরোনামহীন), জুনায়েদ ইভানও (অ্যাশেজ) গানটির প্রতি ভালোবাসা জানিয়েছেন মন্তব্যের ঘরে। 

উল্লেখ্য, ‘আর্বোভাইরাস’র বর্তমান লাইনআপে রয়েছেন সুহার্তো শেরিফ (গিটার ও ভোকাল), মুনতাসির মামুন স্বপ্ন (গিটার ও ভোকাল), মো. সায়েমুল ইসলাম রিয়াদ (ড্রামস), শামস আলিম বিশ্বাস (বেজ) ও শাহান কামাল উদয় (ভোকাল)। 

গানটির লিংক:

 

/কেআই/এমএম/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)