X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ফারুকের মৃত্যুতে যা বলছেন শোকাহত তারকারা

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৫:১৪আপডেট : ১৭ মে ২০২৩, ১৬:৫১

‘মিয়া ভাই’ খ্যাত ঢালিউডের নন্দিত নায়ক ফারুক মারা গেছেন। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে সোমবার (১৫ মে) সকালে না ফেরার দেশে উড়াল দেন তিনি। তার মৃত্যুতে আরও একজন অভিভাবক হারালো ইন্ডাস্ট্রি। তাই ভারাক্রান্ত মনে শোকবার্তা দিচ্ছেন তারকারা।

ফারুকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে চিত্রনায়িকা পূর্ণিমা তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, “আজ সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম বলেছেন, “আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আমাদের ফারুক ভাই (আকবর হোসেন পাঠান)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। ফারুক ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনার সকল গুনাহ মাফ করে জান্নাত দান করুন, আমিন।”

অভিনেতা চঞ্চল চৌধুরীর শোকবার্তা, ‘বিদায় বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নায়ক ফারুক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি হোক।’

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘ভালো থাকবেন মিয়া ভাই। বাংলার সকল দর্শকের মনে চিরকাল বেঁচে থাকবেন আপনি। শ্রদ্ধা ও ভালোবাসা।’

ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল বলেছেন, ‘প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই কীর্তিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ বললেন, ‘কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা নায়ক ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাত দান করুন, আমিন।’

ঢালিউডের গুণী চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজুর নির্মাণে একাধিক ছবিতে কাজ করেছেন ফারুক। সেসব স্মৃতি হাতড়ে রাজু বলেছেন, “বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত, তুমুল জনপ্রিয় নায়ক ফারুক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে স্তব্ধ হয়ে থাকলাম কিছুক্ষণ। মৃত্যু অনিবার্য, তবু মৃত্যু আমার ভালো লাগে না! এই সংবাদটি শুনলেই মন বিবশ হয়ে যায়। যে মানুষটি মৃত্যুবরণ করেন, হাজার চেষ্টা করলেও তার সঙ্গে আর কোনও দিন কথা বলা যাবে না, পৃথিবীর কোনও প্রযুক্তির মাধ্যমেও আর জানা যাবে না, মানুষটি কেমন আছেন! কী ভীষণ অসহায় আমরা মৃত্যুর কাছে! আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘জীবন সংসার’, দ্বিতীয় চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’র নায়ক ফারুক ভাই। শত শত মধুর স্মৃতি তার সঙ্গে, যেসব স্মৃতি সিনেমার গল্পের চেয়েও মধুর। কোনও একদিন সেই সব স্মৃতি নিয়ে বিশদভাবে লিখবো। আজ শুধু বলবো, পরপারে ভালো থাকবেন ফারুক ভাই! আল্লাহ যেন আপনার দোষত্রুটি ক্ষমা করে আপনাকে জান্নাতবাসী করেন, আপনার পরিবারের সবাইকে শোক সইবার শক্তি দেন।”

চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘এতক্ষণ কিছু লিখিনি; কারণ, মনে হয়েছে আপনি বেঁচে আছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। বলেছিলেন, জায়েদ আসতেছি আড্ডা হবে। এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নাই মিয়া ভাই।’

এছাড়াও চিত্রনায়ক ইমন, নিরব, আদর আজাদ, নির্মাতা সৈকত নাসির, গায়িকা আঁখি আলমগীরসহ অনেকেই ফারুকের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’