X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
মামানামা: আউট অব দ্য বক্স

আমি এখন ইগনোর করতে শিখে গেছি: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
১১ জুন ২০২৩, ১৭:৩৮আপডেট : ১৪ জুন ২০২৩, ১৪:২৭

সোশ্যাল মিডিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বুলিং ছড়িয়ে গেছে চারদিকে। বুলিংয়ের শিকার হয়নি, এমন পেশাজীবী খুঁজে পাওয়া দুষ্কর। তবে সবচেয়ে নেতিবাচক আক্রমণের শিকার হন নারীরা; বিশেষ করে শোবিজ জগতের নারী তারকারা। তাদের সামান্য একটি স্থিরচিত্র থেকে শুরু করে বড় কোনও ঘটনা, সবেতেই নেটিজেনের ইঙ্গিতপূর্ণ, আপত্তিকর মন্তব্য দেখা যায়। 

টিভি অভিনেত্রী শবনম ফারিয়াও প্রায়শই বুলিংয়ের শিকার হন। আগে এসব নিয়ে কড়া জবাবও দিতেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নীরবতা বেছে নিয়েছেন। কেন? এবার সেই ব্যাখ্যা দিলেন ফারিয়া।

শবনম ফারিয়া এর আগে বুলিং প্রসঙ্গে তার মন্তব্য এরকম, ‘আমার সমুদ্র খুব পছন্দ। এজন্য ছুটি পেলেই কক্সবাজারে বেড়াতে যাই। কিন্তু সেখানে গেলে আমার ত্বকে অনেক সমস্যা হয়। এমনকি হোটেল রুমে থাকলেও ত্বকে র‌্যাশ উঠে যায়। কোনও কারণে ওয়েদারটা আমাকে স্যুট করে না। কিন্তু আমি যখন সমুদ্রের সামনে যাই, সব ভুলে যাই। আমার এলার্জি হবে, ত্বক কালচে হয়ে যাবে, এসব কিছু ভুলে যাই।’

এই সমুদ্র সফরের সঙ্গেই বুলিংয়ের তুলনা করলেন শবনম ফারিয়া। তার ভাষ্য, ‘বুলিংয়ের ব্যাপারটাও এরকম। অভিনয় করার প্ল্যান কখনও ছিল না। অপ্রত্যাশিতভাবে এই জগতে আসা। সেখানে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি! এই জিনিসটা তো আমি কখনও আশা করিনি। এটাই আমার জন্য অনেক বেশি। আর বুলিং যেটা হয়, আমি যদি অভিনেত্রী না হয়ে অন্য কোনও পেশায় থাকতাম, সেখানেও কোনও না কোনোভাবে মেয়েরা বুলিংয়ের শিকার হয়। একটা মেয়েকে যেকোনও কথা বলা সহজ। একটা ছেলেকে হয়তো ইজিলি কিছু বলতে পারে না। কিন্তু একটা মেয়ের সম্পর্কে যেকোনও একটা কথা ছড়িয়ে দেওয়া সহজ।’

শবনম ফারিয়া বুলিংয়ের প্রতিবাদে সরব হলেও তাতে ইতিবাচক ফল আসে না বলে মনে করেন ফারিয়া। তাই চুপ থাকা আয়ত্ত করে নিয়েছেন। এ বিষয়ে তিনি বললেন, ‘আমি আগে এটা পারতাম না। সব কিছুতে বলে ফেলতাম। বয়সের সঙ্গে এখন এই জিনিসটা আমার মধ্যে এসেছে, এখন আমি চুপ করে থাকতে পারি। আলোচনা, সমালোচনা, ভালো কথা কিছুই চাই না। যা হচ্ছে হোক, আমি চুপচাপ থাকবো। আসলে দর্শক ও সাংবাদিক ভাইবোনেরা মাঝে মাঝে ভুলে যায় যে আমরাও মানুষ, আমাদেরও আবেগ কাজ করে, পরিবার, সমাজ আছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি এখন ইগনোর করতে শিখে গেছি। কেউ কিছু বললে গায়ে মাখি না, যা ইচ্ছে বলুক।’

শবনম ফারিয়া ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার প্রসঙ্গে এরকম বিভিন্ন বিষয়ে বাংলা ট্রিবিউনের নিয়মিত সেলিব্রেটি লাইভ শো ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ কথা বলেছেন শবনম ফারিয়া। তার সঙ্গে আলাপে মেতেছেন মাহমুদ মানজুর। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনায় জনি হক। 

পুরো সাক্ষাৎকারটি দেখুন এখানে:

স্থিরচিত্র: সাজ্জাদ হোসেন

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
কান উৎসবে টমের চূড়ান্ত মিশন, সম্মানিত হবেন ডি নিরো
৭৮তম কান চলচ্চিত্র উৎসব কান উৎসবে টমের চূড়ান্ত মিশন, সম্মানিত হবেন ডি নিরো
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে