X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঈদে ‘কোলাহল উইথ আফজাল হোসেন’

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ১৬:৫৫আপডেট : ২৪ জুন ২০২৩, ১৬:৫৫

অনলাইন প্ল্যাটফর্ম ‘কোলাহল’ গত প্রায় ১ বছর ধরে নানান ধরণের ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণ ও প্রকাশ করে চলছে। এবারের ঈদে থাকছে সেই ধারাবাহিকতার চেয়েও খানিক বেশি কিছু। প্রতিষ্ঠানটি এবার প্রকাশ করছে কিংবদন্তি আফজাল হোসেনের দীর্ঘ সাক্ষাৎকার। প্রায় আড়াই ঘণ্টার এই সাক্ষাৎকারটি ঈদের দিন থেকে টানা ৩ দিন ধারাবাহিকভাবে অবমুক্ত হবে মোট ৫টি ডিজিটাল মাধ্যমে। 

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ শিরোনামের এই অনুষ্ঠানটি মূলত বরেণ্য এই অভিনেতা-নির্মাতার জীবনের নানান আঙ্গিক নিয়ে আলোকপাত করা হয়েছে। একই সাথে এই অনুষ্ঠানের একটি বিশেষ সেগমেন্টে আড্ডায় অংশ নিয়েছেন আরও তিন তরুণ সাংবাদিক। অপূর্ণ রুবেল, শ্রাবণী রাখী ও অনিন্দ্য মামুন।
 
কোলাহলের নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটি। স্বাধীন মিউজিক অ্যাপ, কোলাহল পডকাস্ট, তানভীর তারেক- এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ-এ এই এক্সক্লুসিভ অনুষ্ঠানটি অবমুক্ত করা হবে।
 
অনুষ্ঠানটি প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘খুব দীর্ঘ সময়ের পরিচয় নেই তানভীরের সাথে। কিন্তু যতগুলো বছর ধরে ওকে চিনেছি, সে সময়টুকুতে আমাদের দুজনার এক ধরনের সৃজনশীল ভাবনার আদান প্রদান হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি খুব জরুরী। সে কারণেই আড্ডাটা এত দীর্ঘ হলেও আমার আলাপ করতে খারাপ লাগেনি।’

আফজাল হোসেন ও তানভীর তারেক অনুষ্ঠানের সঞ্চালক তানভীর তারেক বলেন, ‘আফজাল হোসেন আমাদের কাছে এক আরাধ্যজন। তার বর্ণিল ক্যারিয়ারের নানান ধরণের বাঁক রয়েছে। ক্ষেত্র রয়েছে। এ ধরণের ব্যক্তিত্বদের আমি মনে করি ২৫/৩০ মিনিটের অনুষ্ঠানে বাঁধা যায় না। বা তার জীবন-দর্শন নিয়ে এত অল্প সময়ে কোনও আলোকপাত করা যায় না। কোলাহল যেহেতু অনলাইন কনটেন্ট প্ল্যাটফর্ম, তাই এই কাজটি করতে চাইলাম। আমি মনে করি নানান ধরণের অনুষ্ঠানের ভিড়ে এই আলোচনাটা এবারের ঈদের সবচেয়ে আলাদা ও অন্যরকম এক কথোপকথন। দর্শকদের কাছে এটি বিশেষ ঈদ উপহার।’ 

অনুষ্ঠানটির প্রধান চিত্রগ্রাহক ও পরিচালনা করেছেন মোস্তাফিজ মিঠু।

/এমএম/
সম্পর্কিত
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!