X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

জমলো শাকিব-ইধিকার প্রেম, নেপথ্যে বালাম

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ২০:০১আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:২৫

অপেক্ষা... অপেক্ষা... অপেক্ষা; অবশেষে তারা এলেন, একসঙ্গে। চোখ জুড়ানো লোকেশনে ডুব দিলেন প্রেমময় রসায়নে। সেই প্রেম আরও জমে উঠলো নেপথ্য গানে। যেখানে কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতাঙ্গনের একসময়ের ক্রেজ বালাম।

বৃষ্টিভেজা মেঘলা দিনে এমন রোমান্টিক আবহ ছড়িয়ে পড়লো ‘প্রিয়তমা’ ছবির টাইটেল গানে। যেখানে নায়ক-নায়িকা রূপে প্রথমবার পর্দায় দেখা দিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় প্রকাশ হয়েছে ‘ও প্রিয়তমা’ শিরোনামের গানটি। এতে বালামের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। আসিফ ইকবালের লেখা গানটির সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

গানের দৃশ্যে ইধিকা পাল শাকিব-ইধিকার রসায়নের পাশাপাশি এ গানে বিশেষভাবে দর্শক-শ্রোতার মনোযোগ আকর্ষণ করেছেন বালাম। কেননা, দীর্ঘ দিন পর তিনি গানে ফিরেছেন। কিছু দিন আগে তার নতুন গান প্রকাশ হয়েছে। আর ‘ও প্রিয়তমার’ মাধ্যমে ফিরলেন প্লেব্যাকে। ফলে গানটি শোনার পর অনেক শ্রোতার মুখেই বালামের বন্দনা। কেউ বলেছেন, ‘বালাম ভাই কামব্যাক করেছেন। আশা করি আবারও আগের মতো সুন্দর সুন্দর গান পাবো’। কারও মন্তব্য, ‘ওয়াও! বালামের কণ্ঠে গানটা অসাধারণ ছিল।’

নতুন ছবির প্রচারণায় শাকিব খান সাধারণত সংবাদ সম্মেলন কিংবা কোনও আয়োজনে অংশ নেন না। ভক্তদের কাঁধে চড়েই তার ছবি ছড়িয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে নিজের নতুন ছবিটি নিয়ে ঢালিউড নবাব এক ভিডিও বার্তায় বললেন, “আমার অগণিত সহকর্মী ‘প্রিয়তমা’কে সাপোর্ট দিয়েছেন; যা দেখে আমি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশে, বিদেশে অবস্থানরত সমস্ত বাঙালি এবং আমার ভালোবাসার সমস্ত শাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি ‘প্রিয়তমা’। অ্যাকশন, রোম্যান্স এন্টারটেইনমেন্টে ভরপুর একটি সিনেমা।”

শাকিব খান ও ইধিকা পাল উল্লেখ্য, ‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব-ইধিকার সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

গানের লিংক:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ