X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সুড়ঙ্গ: দ্বিতীয় দিনেই বাড়লো ১৫টি শো

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০২৩, ১৯:২৬আপডেট : ০১ জুলাই ২০২৩, ১১:১০

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে পাঁচটি নতুন সিনেমা। এগুলো হলো রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘লাল শাড়ি’। মুক্তির পর থেকে সব ছবিই আশানুরূপ সাড়া পাচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন হলে যাচ্ছে হাউজফুল শো।

এরমধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শকের বিপুল উচ্ছ্বাস-উন্মাদনা দেখা যাচ্ছে। ঈদের দিন থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করেও দর্শক ছুটে যাচ্ছেন হলে। যে চাপ সামলাতে শো বাড়াতে বাধ্য হয়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।

প্রথম দিন এই মাল্টিপ্লেক্সের সাতটি শাখায় ‘সুড়ঙ্গ’র শো ছিল নয়টি। দ্বিতীয় দিনে পূর্বনির্ধারিত শো ছিল ১৮টি। কিন্তু দর্শকের চাপে আরও প্রায় ১৫টি শো যুক্ত করা হয়েছে তাদের শাখাগুলোতে। ফলে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সে প্রায় ৩৩টি শো প্রদর্শিত হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ছবির নির্মাতা রায়হান রাফী।

তিনি বলেন, “প্রথমে দশটা শো বাড়ানো হয়েছিল। কিন্তু তাতেও দর্শকের চাপ সামলাতে পারছে না স্টার সিনেপ্লেক্স। এজন্য ১৫টা শো বাড়িয়েছে তারা এবং এই সংখ্যা ক্রমশ বাড়ছেই। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি, ‘সুড়ঙ্গ’কে আটকানো যাবে না।” ‘সুড়ঙ্গ’ দেখতে দর্শকের ভিড়

রাফী জানান, প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় মাত্র দুটি শো ছিল। দ্বিতীয় দিন সেটা সাতটিতে পৌঁছেছে! শ্যামলী সিনেমা হলে শুক্রবারের (৩০ জুন) সব শো হাউজফুল। এমনকি ভৈরব থেকেও হাউজফুলের খবর পেয়েছেন বলে জানালেন এই নির্মাতা। তার ভাষ্য, ‘আমরা ভেবেছিলাম আস্তে আস্তে দর্শক বাড়বে। কিন্তু দ্বিতীয় দিনে এসেই এমন সাড়া পাবো, কল্পনাও করিনি। তার ওপর আজ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এরমধ্যেও মানুষ কষ্ট করে হলে আসছে ছবিটা দেখার জন্য।’  

এদিকে বিভিন্ন সূত্র বলছে, প্রথম দিন ইচ্ছে করেই ছবিটির কম শো রেখে দ্বিতীয় দিনে তা বাড়ানো হয়েছে। এটি নির্মাতা রাফীর প্রচারণার একটি কৌশল। যেটার মাধ্যমে দর্শকের মাঝে কৌতূহল তৈরির চেষ্টা চালানো হচ্ছে।

দেশজুড়ে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। তবে দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা দেখলে সবাই চমকে যাবে বলে আভাস দিয়েছেন এর পরিবেশক অনন্য মামুন।

বাঁ থেকে- তমা মির্জা, শাহরিয়ার শাকিল (প্রযোজক), আফরান নিশো ও রায়হান রাফী উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। আলফা আই ও চরকি প্রযোজিত ছবিটি ভারতেও মুক্তি পাবে শিগগির।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!
চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
নীরবতার মাধ্যমে গণহত্যার প্রতিবাদ
নীরবতার মাধ্যমে গণহত্যার প্রতিবাদ
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা