X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

হলিউডের ধর্মঘটে প্রিয়াঙ্কার সমর্থন

বিনোদন ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ১৫:০৪আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৫:০৪

বিশ্ব বিনোদনের তীর্থক্ষেত্র হলিউডে চলছে ধর্মঘট। ইন্ডাস্ট্রির প্রধান দুটি সংগঠন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ ও ‘রাইটারস গিল্ড’র সদস্যরা কর্মবিরতিতে রয়েছেন। একাধিক দাবিতে গত আড়াই মাস ধরে ধর্মঘটে রয়েছেন লেখক-চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিলেন অভিনয়শিল্পীরা। এমতাবস্থায় হলিউডে প্রায় সবধরনের কাজ বন্ধ রয়েছে।

চলমান এই ধর্মঘটের সমর্থনে আওয়াজ তুলেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেননা তিনি নিজেও হলিউডের প্রতিষ্ঠিত তারকা। সেখানে এখন তার নিয়মিত ব্যস্ততা। তাই অভিনয়শিল্পীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিরত থাকছেন সমস্ত কাজ থেকে।

শনিবার (১৫ জুলাই) ইনস্টাগ্রামে এক বার্তায় প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি আমার সংগঠন এবং সহকর্মীদের পাশে আছি। সংহতিতে, আমরা একটি সুন্দর আগামী তৈরি করবো।’

ধর্মঘটের ঘোষণা অনুষ্ঠানে স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের নেতা-সদস্যরা এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেলো, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে কিছু দিন ধরে শুটিং থেকে বিরত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বর্তমানে ‘হেডস অব স্টেট’ নামে একটি প্রজেক্টে কাজ করছেন। যেখানে তার সঙ্গে আছেন ইদ্রিস এলবা, জন সিনার মতো তারকা। তবে আপাতত এর শুটিং বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ছয় দশকের বেশি সময় পর এমন দুঃসময়ে পড়েছে হলিউড। দীর্ঘ ৬৩ বছর পর চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পী দুই পক্ষ একত্রে ধর্মঘটের ডাক দিয়েছে। পারিশ্রমিক বাড়ানো, লাভের সুষম বণ্টন এবং সম্প্রতি আলোড়ন তোলা এআই প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রিয়াঙ্কা চোপড়া প্রসঙ্গত, ২০১৭ সালে ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন প্রিয়াঙ্কা। এরপর থেকে তাকে হলিউডের সিনেমা-অনুষ্ঠানেই বেশি দেখা যাচ্ছে। এ পর্যন্ত হলিউডের ১০টি সিনেমা ও আটটি সিরিজে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

/কেআই/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
মানবিক প্রিয়াঙ্কা…
মানবিক প্রিয়াঙ্কা…
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!