X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রথম গানেই মুগ্ধতা ছড়ালেন নির্মাতা-গীতিকবি হৃদি হক

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১৪:১৫আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৬:০৯

নন্দিত অভিনেতা, নাট্যকার ড. ইনামুল হকের ভাবনায় নির্মিত হয়েছে একটি ছবি। নাম ‘১৯৭১ সেই সব দিন’। নির্মাণ করেছেন তারই কন্যা যোগ্য উত্তরসূরি হৃদি হক। আগেই জানিয়েছেন, শোকের মাস আগস্টের ১৮ তারিখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

সেই লক্ষ্যে ঈদ উৎসব পেরিয়ে শুরু হলো ছবিটির প্রচারণা। তারই অংশ হিসেবে ২০ জুলাই উন্মুক্ত হলো ছবিটির প্রথম গান ‘যাচ্ছ কোথায়’। গানটি দেখা ও শোনার পর প্রতিটি দর্শক ভেসেছেন মুগ্ধতায়। কারণ, এমন সুরেলা গান, বহুকাল বাংলা সিনেমায় মেলেনি। যে গানটির মাধ্যমে হৃদি হক যেন নিখুঁতভাবে পর্দায় তুলে এনেছেন সত্তর দশকের প্রেক্ষাপট। বিশেষ করে গানটির কথা, সুর, কণ্ঠের সঙ্গে সজল নূর ও সানজিদা প্রীতির উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছে। সঙ্গে এটুকু জানান দিয়েছে, ছবিটি সুনির্মিত। ফেরদৌস ও হৃদি হক ‘যাচ্ছ কোথায়’ গানটি লিখেছেন নির্মাতা হৃদি হক নিজেই। দেবজ্যোতি মিশ্রের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন ইশরাত এনি ও কামরুজ্জামান রনি। গানটির ভিডিও কোরিওগ্রাফি করেছেন হক পরিবারেরই অন্যতম সদস্য অভিনেতা লিটু আনাম। 

২০২১ সালে প্রয়াত হন কিংবদন্তি ড. ইনামুল হক। তবে তার অপূর্ণ স্বপ্নটা পূরণ করতে যাচ্ছেন কন্যা হৃদি।

ছবিটি নিয়ে নির্মাতা হৃদি হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ছবিটি মুক্তি পাবে।’

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ। অভিনয় করেছেন নির্মাতা হৃদি হকও।

কাস্টিং বিচারেও বাংলা সিনেমায় একসঙ্গে এত তারকার সম্মিলন সচরাচর ঘটে না। সিনেমার উল্লেখযোগ্য শিল্পীরা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিসজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
বিনোদন বিভাগের সর্বশেষ
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
কান উৎসব ২০২৪‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র