X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘সুড়ঙ্গ’ নিয়ে প্রসেনজিৎ, শুভশ্রী, অরিন্দমরা যা বলেছেন

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০২৩, ১৩:২৬আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৪:৪৩

ঈদুল আজহা থেকেই দেশের প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ ঝড় অব্যাহত। এর মধ্যেই ছবিটির পালে নতুন হাওয়া লাগলো বিদেশ-মুক্তিতে। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়া, বেশ কয়েকটি দেশেই দেদার চলছে বাংলাদেশের এই ছবি। সুতরাং দ্বিধাহীনভাবে বলাই যায়, ‘সুড়ঙ্গ’ প্রত্যাশার বাউন্ডারি ছাড়িয়ে গেছে, যাচ্ছে।

শুক্রবার (২১ জুলাই) থেকে পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’। এর আগে থেকেই টালিগঞ্জে ছবিটি নিয়ে উচ্ছ্বাস, উন্মাদনা টের পাওয়া যাচ্ছিল। প্রচারণার জন্য ছবির নির্মাতা রায়হান রাফী, অভিনেতা-অভিনেত্রী আফরান নিশো ও তমা মির্জারা যখন কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন, তখন তাদের ঘিরে মিডিয়াকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ ছবিটির ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করে।

কলকাতায় ‘সুড়ঙ্গ’র নির্মাতা ও কেন্দ্রীয় শিল্পীদ্বয় এদিকে ‘সুড়ঙ্গ’ নিয়ে টলিউডের তাবড় তারকারাও বার্তা দিচ্ছেন। যিনি নিজেই ইন্ডাস্ট্রি, সেই বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করেছেন ছবিটি নিয়ে। লিখেছেন, “সুড়ঙ্গ’ টিমের প্রত্যেককে জানাই অসংখ্য শুভেচ্ছা।”  

‘ব্যোমকেশ’ খ্যাত গুণী নির্মাতা ও অভিনেতা অরিন্দম শীল ইতোমধ্যে ‘সুড়ঙ্গ’ দেখে ফেলেছেন। দেখার পর মুগ্ধতা প্রকাশ করলেন অকপটে। বললেন, “সুড়ঙ্গ’ দেখলাম এবং ভালোবেসে ফেললাম। দারুণ নির্মাণ ও স্টোরিটেলিং রাফী। আফরান নিশোর অবিশ্বাস্য অভিনয়! তমা মির্জা দারুণ করেছে। এই ছবি মিস করবেন না।”

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কাছ থেকেও বার্তা পেলেন নিশো-তমারা। তিনি টুইটারে লিখেছেন, “সুড়ঙ্গ’ সিনেমার পুরো টিমের জন্য অনেক শুভকামনা রইলো।”

 ‘সুড়ঙ্গ’ নিয়ে প্রসেনজিৎ, শুভশ্রী ও অরিন্দম শীলের টুইট শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় কলকাতার অ্যাক্রোপলিস মলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সেখানে দর্শক ও টলিউডবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্মাতা রাফী জানান, অন্য একটি দেশে নিজের সিনেমার প্রতি দর্শকের এমন আগ্রহ দেখে তিনি আপ্লুত।

উল্লেখ্য, সত্য ঘটনার সঙ্গে কল্পকাহিনির সমন্বয়ে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করা হয়েছে। এতে নিশো-তমা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

/কেআই/
সম্পর্কিত
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি