X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

গ্যাংস্টার মোশাররফ করিমের কয়েক ঝলক! (ভিডিও)

বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১৪:৩৩আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৬:৫০

মোটা দাগে বলতে গেলে এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। বাস্তব জীবনের এক গ্যাংস্টার; যার প্রভাবে একসময় পশ্চিমবঙ্গের হুগলি কাঁপতো, সেই হুব্বা শ্যামলের ভূমিকায় বাংলাদেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘হুব্বা’। ক’দিন আগেই ছবিটির ফার্স্টলুক প্রকাশ হয়। যেখানে মালা পরে পিস্তল হাতে দেখা দেন অভিনেতা।

এবার একটু বড় পরিসরে, টিজারে হাজির হলেন হুব্বারূপী মোশাররফ। শুক্রবার (১১ আগস্ট) আনন্দবাজার সূত্রে প্রকাশ হয়েছে ৩৯ সেকেন্ডের ঝলকটি। এতে দেখা যায়, কখনও ভয়ানক গ্যাংস্টারূপে পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছেন, কখনও আবার রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন, আবার কখনও বিয়ের সাজে এলোমেলো নাচছেন মোশাররফ করিম। বোঝা যাচ্ছে, গ্যাংস্টার হুব্বা শ্যামলের অপরাধ ও ব্যক্তিজীবন দুটোই উঠে আসছে ছবিটিতে।

‘হুব্বা’ সিনেমার দৃশ্য পশ্চিমবঙ্গে হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।

এটি নির্মাণ করেছেন ব্রাত্য বসু। তিনি বলেন, ‘থ্রিলার ও কমেডির মিশেলে ছবিটা তৈরি করা হয়েছে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

‘হুব্বা’ কবে নাগাদ মুক্তি পাবে, সেই নির্দিষ্ট তারিখ অবশ্য প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। তবে শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

‘হুব্বা’ রূপে মোশাররফ করিম সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। এর আগে মোশাররফ করিমের টলিউড অভিষেক সিনেমা ‘ডিকশনারি’ও এই প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছিল, বানিয়েছেন একই নির্মাতা।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘ডিকশনারি’ সিনেমাটি। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও নুসরাত জাহান। ছবিটি ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল কলকাতার দর্শকদের কাছ থেকে।

টিজার:

 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসিতে ভয়ঙ্কর রাজ!
হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসিতে ভয়ঙ্কর রাজ!
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব