X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

কানের পর টরন্টো সফরে ‘মুজিব’, সঙ্গে তিশা-শুভ

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৫:২২আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:৩৫

গেলো বছর বিখ্যাত কান উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে অংশ নিয়েছিলেন আরিফিন শুভসহ ছবির সংশ্লিষ্ট কয়েকজন। সেখানে ছবিটির ট্রেলার উন্মুক্ত করা হয়। অবশ্য উৎসবের অফিসিয়াল কোনও বিভাগ নয়, বরং সেখানকার কমার্শিয়াল বাজারে নিজ অর্থায়নে ট্রেলার উন্মোচন আয়োজন করা হয়েছিল।

এবার আর ট্রেলার নয়, পুরো ছবি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন ‘মুজিব’র মুখ্য তারকা আরিফিন শুভ। সঙ্গে থাকছেন ছবির আরেক শিল্পী নুসরাত ইমরোজ তিশা। এবার তাদের গন্তব্য কানাডা। সেখানে তারা অংশ নেবেন ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। এখানে ‘মুজিব’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে গত ২০ আগস্ট তথ্য মন্ত্রণালয় থেকে শুভ ও তিশার টরন্টো সফরের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু টরন্টো উৎসবের কোন বিভাগে এটি দেখানো হবে, সেটি নিয়ে কিছু বলা হয়নি ওই নোটিশে।

তাই বিষয়টি পরিষ্কার হতে বাংলা ট্রিবিউন যোগাযোগ করে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। তিনি বললেন, ‘যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এটা নির্ভর করছে ভিসা হওয়ার ওপর। আর আমি যতদূর জানি, ছবিটি উৎসবের কমার্শিয়াল বাজারে দেখানো হবে; কোনও অফিসিয়াল সিলেকশন বা কম্পিটিশন বিভাগে নয়।’

কত তারিখে ‘মুজিব’র প্রিমিয়ার হবে, কবে নাগাদ শুভ-তিশা রওনা দেবেন, এসব বিষয়েও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি জানেন না তিশাও!

উৎসবের ওয়েবসাইট থেকে জানা গেলো, আগামী ৭ সেপ্টেম্বর পর্দা উঠবে ৪৮তম ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১১ দিনব্যাপী সিনেমাযজ্ঞ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।  

সেন্সর ছাড়পত্র হস্তান্তর অনুষ্ঠানে ‘মুজিব’ সিনেমার শিল্পীরা এদিকে গত ৩১ জুলাই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে ‘মুজিব’ সিনেমাটি। এরপর গত ১২ আগস্ট একটি পাঁচতারকা হোটেলে বিশাল আয়োজনের মাধ্যমে সেই ছাড়পত্র হস্তান্তর করা হয়। কিন্তু মুক্তির বিষয়ে কোনও তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

/কেআই/
সম্পর্কিত
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড